বেআইনি নিয়োগের জন্যই কি চাকরি থেকে ইস্তফা দিলেন শিক্ষিকা, গুঞ্জন চোপড়ায়

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ নভেম্বর: এবারে এক শিক্ষিকার চাকরি থেকে ইস্তফা দেওয়ার ঘটনায় নিয়োগ দুর্নীতি নিয়ে জল্পনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়।

চোপড়া ব্লকের টটু সিংহ স্মৃতি হাইস্কুলের এক ভূগোলের শিক্ষিকার ইস্তফাকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য চলতি মাসের ৯ তারিখে পিউ মজুমদার নামে ভূগোলের ওই শিক্ষিকা ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। যা নিয়ে হতবাক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। গত ২০২১ সালের ৯ নভেম্বর কোচবিহার জেলার মেখলিগঞ্জের ফুলকা ডাবড়ি নবীনচন্দ্র হাইস্কুল থেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে পিউ মজুমদার নামে ওই শিক্ষিকা চোপড়া ব্লকের টটু সিংহ স্মৃতি হাইস্কুলে যোগ দেন। ১ বছর ধরে এই স্কুলে চাকরি করবার পর আচমকাই ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। আইনজীবীর সাথে পরামর্শ নিয়েই তিনি চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে।

ওই শিক্ষিকার ইস্তফার বিষয়টি জেলা স্কুল পরিদর্শকে জানানো হয়েছে বলে জানিয়েছেন টটু সিংহ স্মৃতি হাইস্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার বারুই। তবে এই কান্ডের পর থেকেই ওই শিক্ষিকার নিয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন। শুরু হয়েছে নানা জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *