সৌভিক বন্দ্যোপাধ্যায়,
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: পুলকার কান্ডে চিরতরে হারিয়ে গিয়েছে তার বন্ধু রিষভ সিং। কিন্তু অনেক চেষ্টায় দিব্যাংশুকে সুস্থ করে তুলতে পেরেছেন চিকিৎসকরা। সব ঠিকঠাক থাকলে আজ, বৃহস্পতিবারই এসএসকেএম হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারে দিব্যাংশ ভকত।
পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি থেকে এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা চলছে। একমাত্র ছেলে বাড়ি ফিরবে, তার অপেক্ষায় দিন গুনছেন দিব্যাংশু ভকতের পরিবার। ঋষভকে হারানোর পর তার মা বাবাও চাইছে, দিব্যাংশ দ্রুত বাড়ি ফিরে আসুক।
১৪ ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় যারা আহত হয়েছিল, তাদের মধ্যে দিব্যাংশু ভকত এবং ঋষভ সিংয়ের আঘাত ছিল গুরুতর। এই দুই শিশুকে ওইদিন চুঁচুড়া হাসপাতাল থেকে গ্রিন করিডর করে আনা হয়েছিল এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। এদের ফুসফুসে জল-কাদা ঢুকে গিয়েছিল। দিব্যাংশুর আঘাত ছিল মাথাতেও। ঋষভকে সেদিনই রাতে তাকে ট্রমা কেয়ার সেন্টার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সায়েন্সেস (CTVS) বিভাগে। সেখানে তাকে ECMO (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-র সাপোর্টে রাখা হয়েছিল
তবে, শেষরক্ষা হয়নি। দীর্ঘ লড়াই শেষে ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ তার মৃত্যু হয়।
অন্যদিকে, দিব্যাংশু ভকতের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল । তবে, তার সংকট কাটেনি বলে জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ, যে কোনও সময় তার ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় ছিল।
বুধবার এই শিশুর বাবা গোপীনাথ ভকত বলেন, “দিব্যাংশ এখন অনেক ভালো আছে। আজ, বৃহস্পতিবার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হচ্ছে। আজই হয়ত ওকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।” দিব্যাংশুকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে বুধবার রাতে এসএসকেএম হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল রঘুনাথ মিশ্র বলেন, “ওই শিশু এখন ভালো আছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাকে দেখে সিদ্ধান্ত নেবেন। সবকিছু ঠিক থাকলে নিশ্চয়ই ছেড়ে দেওয়া হবে।”