আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ অক্টোবর: গত কাল রাত থেকে নৈহাটিতে বড় মায়ের পুজোতে নেমেছে ভক্তের ঢল। বুধবার রাত থেকে শুরু হয়েছে গঙ্গায় স্নান করে দণ্ডি কাটা। লক্ষাধিক ভক্ত ইতি মধ্যেই এসেছেন বড় মায়ের দর্শনে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের সাজের পর্ব শেষ হবে খুলে দেওয়া হবে বাঁশের কাঠামো। আর গভীর রাতে শুরু হবে অমাবশ্যার বিশেষ পূজার্চনা। বড় মায়ের পুজোর প্রাসাদ ভক্তদের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে বলে জানালেন বড় মায়ের পুজো কমিটির সদস্যরা। বড় মায়ের পুজো উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।