Pardubaid Udayan Sangh, Puja, সমুদ্রের তলদেশে জীব বৈচিত্র্যে দেবী আবাহন পাড়ুইবাইদ উদয়ন সংঘের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ অক্টোবর: বন্যা দুর্গতদের জন্য পুজোর বাজেট কমিয়ে দেবী আরাধনায় মেতেছে পাড়ুইবাইদ উদয়ন সংঘ। কল্পলোক সমুদ্রের তলদেশের জীব বৈচিত্র্যে দেবী আবহনে ব্রতী মেজিয়া শিল্পাঞ্চলের পাড়ুইবাইদ উদয়ন সংঘ। মহা ষষ্ঠীর বোধনের আগেই এই পুজোর উদ্বোধন ঘিরে যথেষ্ট সাড়া পড়ে যায় এলাকায়। টলিউড অভিনেত্রী লাবণী ঘোষ এই পুজোর উদ্বোধন করেন। গ্রামীণ এলাকায় এতো সুন্দর ছিমছাম পরিবেশে একটি অনিন্দ্য সুন্দর পুজোর উদ্বোধন করে অভিনেত্রী লাবণী ঘোষ বলেন, শহর থেকে দূরে এতো ভালো পুজো হয় জানা ছিল না।

এই পুজো কমিটির প্রধান উপদেষ্টা সমাজকর্মী গৌতম মিশ্র এবং সভাপতি রয়েছেন প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি। তাদের যুগলবন্দিতে ১৫তম বর্ষের বিস্ময়কর থিম হলো ডুব সাগরে কল্পলোক। অর্থাৎ সমুদ্র তলদেশের জীব বৈচিত্র্যকে তুলে ধরতে চেয়েছেন মেদিনীপুরের শিল্পী তপন কামিলা। মন্ডপের সামনে দাঁড়িয়ে অনুভূত হবে সমুদ্রের গভীরে জলরাশি, আজানা জীবের আনাগোনা। সমুদ্রের তলায় প্রবাল প্রাচীর নির্মাণ করেছেন অপূর্ব সুষমায়। কোথাও সবুজ তো কোথাও লাল হলুদ, মেরুন, রঙ বেরঙের শ্যাওলা, নানা প্রজাতির রঙীন মাছ সেখানে খেলা করছে। অক্টোপাস থাবা ছড়িয়ে গিলে নিচ্ছে কোথাও। এভাবেই দর্শক বিমোহিত হবেন পাড়ুইবাইদ পুজো মন্ডপে এলে।

পুজো কমিটির উপদেষ্টা গৌতম মিশ্রের পরামর্শে সহমত পোষণ করে পুজোর উদ্যোক্তারা পুজোর বাজেট কমিয়ে সেই অর্থে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পুজো কমিটির অন্যতম কর্ণধার সমীর মাজি বলেন, গৌতমবাবুর কথামত আমরা বাজেট অর্ধেক করে দিয়েছি। তিনি বলেন, আমাদের ক্লাবের অন্যতম সদস্য আলোকশিল্পী সুব্রত মন্ডল অসাধারণ আলোর কাজ করে দিয়েছেন অল্প ব্যায়ে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের সরপির বাসিন্দা মৃৎশিল্পী নয়ণমণি দত্ত এবার প্রতিমারও অনেক কম দাম নিয়েছেন। প্রতিমা শিল্পী নয়ণমণি দত্ত যেভাবে মা দুর্গার পরিবারকে সমুদ্রের তলদেশে নামিয়ে অসুর নিধন করিয়েছেন তা দর্শকদের চমকিত করবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *