পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দু’নম্বর অঞ্চলের কেউদিজাম্বনি উত্তর পাড়া এলাকায়। সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম হিমাংশু মন্ডল। বয়স আনুমানিক ৫৮ বছর। বুধবার দুপুরে মাঠে কাজ করার সময় হঠাৎই বজ্রপাতে মৃত্যু হয় তার।
খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট অফিসের পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতনদের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।