West Midnipur, DM, উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে হবে, কাজের মানের সঙ্গে কোনরকম সমঝোতা নয়, বার্তা পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: উন্নয়নের কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। কাজের মানের সঙ্গে কোনরকম সমঝোতা করা হবে না। গতকাল এক উন্নয়ন বিষয়ক পর্যালোচনা বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক। বৈঠকে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, অতিরিক্ত জেলা শাসকগণ, জেলার তিন মহকুমার মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন অধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারি সভাপতিরা এবং অন্যান্য অধাকারিকরা।

বৈঠকে ১৫তম অর্থ কমিশনের তহবিলের ব্যবহার ও সামগ্রিক অবস্থা, কর্মশ্রী প্রকল্প, পথশ্রী প্রকল্প এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অন্যান্য প্রকল্পের কাজ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এদিন, স্বাস্থ্য বিষয়ক কার্যনির্বাহী কমিটির একটি বৈঠকেরও আয়োজন করা হয়। বৈঠকে জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে পর্যালোচনা করা হয়। সকল সরকারি হাসপাতালে রোগীরা যাতে ভালো মনের স্বাস্থ্য পরিষেবা পান সে ব্যাপারে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও নার্সিং স্টাফদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *