Red Road, Hanuman Jayanti, ইদে অনুমতি দিলেও হনুমান জয়ন্তীতে রেড রোডে মিছিলে বাধা লাল বাজারের, হাইকোর্টের দ্বারস্থ হিন্দু সংগঠন

আমাদের ভারত, ৮ এপ্রিল: কলকাতায় আবারও হিন্দুদের কর্মসূচিতে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। যে রেড রোডে ইদের নমাজে হাজির থাকেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে হিন্দু সেবা দলের হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি দিল না লালবাজার। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি ঘনিষ্ঠ হিন্দু সংগঠনটি।

আগামী ১২ এপ্রিল হনুমান জয়ন্তীর দিন রেড রোডে মিছিল করতে চায় হিন্দু সেবা দল। সেই মর্মে লালবাজারে অনুমতি চেয়ে আবেদন করে তারা। বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত রেড রোডে মিছিল করতে চেয়েছিল তারা। কিন্তু সে আবেদন মঞ্জুর করেনি লাল বাজার। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়রের অনুমতি চায় তারা। সেই আবেদন গ্রহণ করেন বিচারপতি। বুধবার মামলাটির শুনানি হবে বলে জানাগেছে।

মামলাকারীদের দাবি, রেড রোডে অন্য সম্প্রদায়কে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেওয়া হয়। তাতে বেশ কয়েক ঘন্টা রাস্তা বন্ধ করে চলে ধর্মীয় আচার ও শুভেচ্ছা বিনিময়। তাহলে তাদের অনুমতি দেওয়া হলো না কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *