আমাদের ভারত, মেদিনীপুর, ৮ জানুয়ারি: আজ দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের নয়াগ্ৰাম ব্লক শাখার পক্ষ থেকে কয়েকশ ক্ষুদ্র চিরাচরিত মৎস্যজীবী তাদের ১৪ দফা দাবিতে নয়াগ্ৰামের বিডিওকে ডেপুটেশন দিলেন।
ঝাড়গ্ৰাম জেলার বিভিন্ন ব্লকের সাথে নয়াগ্ৰামেও কয়েকশ ক্ষুদ্র ও চিরাচরিত মৎস্যজীবী কয়েকবছর ধরে তাদের পরিচয়পত্রের দাবি জানিয়ে আসছেন। কিন্তু আজও তারা তা পাননি। এছাড়াও চিরাচরিত মৎস্যজীবীরা তাদের জাতিগত শংসাপত্র পেতে গ্ৰাম প্রধানের শংসাপত্র পাচ্ছেন না। দুয়ারে সরকারে কোনও সুরাহা হচ্ছে না। মৎস্যজীবীদের জমি নেই, শংসাপত্র নেই, অথচ ওগুলো চাওয়া হচ্ছে। জয়েন্ট বিডিও তাদের দাবিপত্র গ্ৰহণ করেন। তাদের নেতৃত্বে ছিলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সহ সম্পাদক ঝর্ণা আচার্য, ব্লক সভাপতি গোপাল দন্ড পাট, সম্পাদক তাপস দন্ড পাট ও মহিলা নেতৃত্বে রানু সিংহ।