মুন্ডারি ভাষাকে রাজ ভাষার স্বীকৃতি সহ একাধিক দাবিতে ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে ডেপুটেশন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ সেপ্টেম্ব: রাজ্যে প্রায় ১৫% মুন্ডা ভূমিজ সম্প্রদায়ের মানুষের বাস। অথচ তারা রাজ্যের সমস্ত পরিকল্পনা থেকে ব্রাত্য। এমন কি রাজ্যের ট্রাইব্যাল অ্যাডভাইসারি কমিটিতেও তারা ব্রাত্য। তাই এবার মুন্ডারি ভাষাকে রাজ ভাষার স্বীকৃতি, মুন্ডারি ডেভলপমেন্ট বোর্ড গঠন, ট্রাইব্যাল অ্যাডভাইসারি কমিটিতে মুন্ডাদের প্রতিনিধি রাখা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ভারত মুন্ডা সমাজের পক্ষ থেকে যে দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয় সেগুলির মধ্যে অন্যতম ছিল মুন্ডারি ভাষাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি দিতে হবে। মুন্ডারি ভাষা চালু করতে হবে। মুন্ডা অধ্যুষিত এলাকায় বিরসা মুন্ডার মূর্তি প্রতিষ্ঠা করতে হবে ও কমিউনিটি হল তৈরি করতে হবে। মুন্ডা ডেভেলপমেন্ট বোর্ড গঠন করতে হবে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে মুন্ডা সমাজের প্রতিনিধি রাখতে হবে। মুন্ডারি ভাষাকে অষ্টম তফশিলি ভাষার স্বীকৃতি দিতে হবে।

ভারতীয় মুন্ডা সমাজের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে স্বপন সিং বলেন, মুন্ডা সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্তর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। সেই ডেপুটেশনের দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য জেলাশাসককে জানানো হয়েছে। তিনি বলেন, মুন্ডারি ভাষাকে দ্বিতীয় রাজ ভাষার স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন আমাদের চলছে। কিন্তু এখনও পর্যন্ত মুন্ডারি ভাষাকে দ্বিতীয় রাজ ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। মুন্ডা সম্প্রদায়ভুক্ত এলাকাগুলিতে। বিরসা মুন্ডার মূর্তি তৈরি করা হয়নি সেইসঙ্গে তৈরি করা হয়নি কমিউনিটি হল। মুন্ডা ডেভেলপমেন্ট বোর্ড গঠন করলে মুন্ডা সমাজের উন্নয়ন হবে। তাই মুন্ডা ডেভেলপমেন্ট বোর্ড গঠন করার জন্য দাবি জানানো হয়েছে। জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আমাদের দাবিগুলি পাঠানোর কথা বলা হয়েছে। আশাকরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত মুন্ডা সমাজের দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *