Deputation, Panskura, পাঁশকুড়া সেচ দপ্তরে বন্যা প্রতিরোধ কমিটির ডেপুটেশন ও স্মারকলিপি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ মার্চ: আগামী বর্ষার পূর্বে নিউ কাঁসাইয়ের ভেঙ্গে যাওয়া নদীবাঁধের অংশগুলি শক্তপোক্তভাবে নির্মাণ, পাঁশকুড়া স্টেশন বাজার সংলগ্ন এলাকার সুষ্ঠু জল নিকাশী সমস্যার সমাধানে মাস্টার ড্রেনেজ স্কিম রূপায়ণ, বর্ষার আগেই জয়গোপাল সহ সোয়াদিঘি খালের পূর্ণাঙ্গ সংস্কার, ১৬ নম্বর জাতীয় সড়কের গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মৌজাগুলির জল নিকাশী সমস্যা সমাধানে জাতীয় সড়ক বরাবর নাসা খালের ভেতর অবৈধ নির্মাণ উচ্ছেদ করে নাসা খাল পূর্ণাঙ্গ সংস্কার, মজে যাওয়া বেহুলা নদী সংস্কার সহ বন্যা পরিস্থিতির সময় কংসাবতীর খানিকটা জল মেদিনীপুর ক্যানেল দিয়ে সরাসরি রূপনারায়ণের ফেলার দাবিতে আজ পাঁশকুড়া বন্যা প্রতিরোধ ও খাল সংস্কার সংগ্রাম সমিতির পক্ষে থেকে সেচ দপ্তরের পাঁশকুড়ার-১ ও ২ সাব ডিভিশনের এসডিও নাজেশ আফরোজ এবং সুমিত দাসকে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন, সমিতির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি কল্যাণ রায়, সহ-সম্পাদক স্বপন বেরা ও লক্ষ্মীকান্ত সাঁতরা প্রমুখ।

এসডিও প্রতিনিধি দলকে জানান, কাঁসাই নদীর ৪ জায়গায় ভেঙ্গে যাওয়া নদীবাঁধের উদয়পুরে পূর্ণাঙ্গ মেরামতের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গড় পুরুষোত্তমপুর, জদড়া, মানুর এই তিন জায়গায় নদীবাঁধ বাঁধার কাজ শীঘ্রই শুরু হবে।ঠিকাদার নিয়োগ হয়ে গিয়েছে। নদীবাঁধ বাধার উপকরণ ফেলার কাজ চলছে। অন্যান্য দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *