বালুরঘাট শহরে ড্রেনের পরিস্থিতি দেখে ডেঙ্গুর আতঙ্ক উস্কালেন খোদ জেলাশাসকই, সতর্ক করলেন আধিকারিকদের

আমাদের ভারত, বালুরঘাট, ২১ নভেম্বর: বালুরঘাটে শহর পরিদর্শনে বেরিয়ে ড্রেনের পরিস্থিতি দেখে আঁতকে উঠলেন জেলাশাসক। ডেঙ্গুর আতঙ্ক উসকে ড্রেনের জমা জল ও মশা নিয়ে আধিকারিকদের সতর্ক করলেন নিখিল নির্মল। বৃহস্পতিবার বিকেলে শহর পরিদর্শনে বেরিয়ে এমনই কিছু দৃশ্য সামনে এল জেলাশাসকের। আধিকারিকদের সামনেই ডেঙ্গুর আশঙ্কা প্রকাশ করে চটজলদি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিলেন তিনি। এদিন শহরের ১৪ নং ওয়ার্ডের নেপালী পাড়ায় গিয়ে ড্রেনের ভয়ানক পরিস্থিতি দেখে চরম উদ্বেগ প্রকাশ করেছেন জেলা শাসক। দ্রুত এলাকা পরিচ্ছন্ন করতেও কর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই বালুরঘাট শহরকে ওডিএফ শহর ঘোষণা করার লক্ষ্যে মাঠে নেমেছে প্রশাসন পরিচালিত বালুরঘাট পুরসভা। সেই দিক তাকিয়েই এদিন মহকুমা শাসক ঈশা মুখার্জি সহ পুরসভার অনান্য সরকারি আধিকারিদের সঙ্গে নিয়ে শহরের নেপালীপাড়া এলাকার ১৪ নং ওয়ার্ড পরিদর্শন করেন জেলা শাসক। যেখানে একপ্রকার সরকারি আধিকারিদের সামনেই এলাকার চরম অব্যবস্থা নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এলাকার ড্রেন ভরে ওঠে নোংরা আবর্জনার স্তুপে। পচা জল ড্রেন দিয়ে না বেরোনোয় মশার আঁতুড়ঘর তৈরি হয়েছে তাদের এলাকায়। মশার উপদ্রবে সন্ধ্যার পর কোথাও দাঁড়ানোও সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। যেখান থেকে ছড়াচ্ছে ডেঙ্গুর সংক্রমণও। এদিন শহরের আরো বেশকিছু ওয়ার্ড ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছেন জেলাশাসক।

জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন, দ্রুততার সাথে ড্রেনগুলি সংস্কারের উদ্যোগ নেবার নির্দেশ দেওয়া হয়েছে। মশার উপদ্রব রুখতে পরিস্কার পরিচ্ছন্নতায় সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। প্রশাসনের তরফে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে শহর পরিস্কারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *