পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রনের স্থায়ী প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের শুধু প্রতিশ্রুতি নয়, বর্ষার পরই শীলাবতী নদী এলাকায় কাজ শুরুর দাবিতে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রধান সচিব প্রভাত মিশ্রকে নবান্নে স্মারকলিপি দেওয়া হয়। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, অফিস সম্পাদক কানাই লাল পাখিরা প্রমুখ। প্রভাত মিশ্র অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
নারায়নবাবু বলেন, উপরোক্ত দাবিতে আগামী ২৫ জুলাই ঘাটালের বরদা চৌকান থেকে কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন ঘড়ির মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে।