Protest march, Bankura, বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি, বাঁকুড়ায় বিক্ষোভ মিছিল ও মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ নভেম্বর: বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ করার দাবিতে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আজ বাঁকুড়ায় বিক্ষোভ দেখিয়ে মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়। এই ঘটনায় শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে সাম্প্রতিক নির্বিচারে হিন্দু হত্যা, ঘরবাড়ি লুটপাট, মন্দিরে হামলা, মূর্তি ভাঙ্গচুর ইত্যাদির ঘটনা জনসমক্ষে আসতেই জনমানসে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। তার উপর এই সব ঘটনার প্রতিকার চেয়ে বাংলাদেশে সনতনীদের নেতৃত্বে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে আজ এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক জনতা বঙ্গবিদ্যালয় মাঠ থেকে মিছিল করে শহর পরিক্রমা করে। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো।মাচানতলা মোড়ে মিছিল উপস্থিত হলে সেখানে মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে বঙ্গ প্রান্তের সম্পাদক তরুণ লায়েক বলেন, বাংলাদেশে ব্যাপক হারে হিন্দু হত্যা, তাদের ঘরবাড়ি সম্পত্তি লুঠ, মন্দিরে মন্দিরে ভাঙ্গচুর, বিগ্রহের অবমাননা ইত্যাদি ঘটনায় সারা হিন্দু সমাজ ক্ষুব্ধ। হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে নেতৃত্বদানকারী বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশের হিন্দুদের।নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *