পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২১ অক্টোবর: রাজ্য সড়কে চাঁদার জুলুমবাজি। দাবি মতো চাঁদা না দেওয়ায় ভেঙ্গে দেওয়া হলো পণ্যবাহী লরির সামনের হেডলাইট। প্রতিবাদ করায় মারধর করা হয় গাড়ির চালককে বলে অভিযোগ। আর এই ঘটনার পরেই রাজ্য সড়কের উপর আড়াআড়িভাবে গাড়ি রেখে বিক্ষোভে সামিল হয় গাড়ির চালকরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঘাটাল- আরামবাগ রাজ্য সড়কের জাড়া এলাকায়।
ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী বাস-সহ পণ্যবাহী লরি ও অন্যান্য গাড়িগুলি। যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষজনদের। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।