জে মাহাতো, মেদিনীপুর, ২৭ নভেম্বর: মৃত এক মহিলা শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকের চিকিৎসার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরাl গত ২৩ নভেম্বর হাওড়া জেলার ধুলাগড়ে একটি বেসরকারি কারখানায় কর্মরত পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকার মহিলা শ্রমিক আরতী রানা এবং ভারতী রানাকে কারখানার মধ্যে একটি ডাম্পার ধাক্কা মারেl ঘটনার পর আহত দুই মহিলার শ্রমিককে হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়l
বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে আরতী রানার মৃত্যু হয়l অন্যদিকে ভারতী রানার চিকিৎসার সুব্যবস্থা হয়নি বলে অভিযোগl এজন্য ভারতীকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়l সেখানে তার ভেঙ্গে যাওয়া হাতের চিকিৎসা শুরু হয়l কিন্তু কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণের কিংবা চিকিৎসার কোনো ব্যবস্থা করতে উদ্যোগ না নেওয়ায় বৃহস্পতিবার রাত একটা থেকে কলকাতা–মুম্বাই ছয় নম্বর জাতীয় সড়কের ডেবরা টোল প্লাজার সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারাl এরপর কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ এবং চিকিৎসার আশ্বাস দিলে রাত তিনটে নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়l