জে মাহাতো, মেদিনীপুর, ২৭ নভেম্বর: “প্রশাসক নয় ভোট চাই,” এই দাবিতে আজ শুক্রবার মেদিনীপুর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। এদিন সকাল ১১টা থেকে পুরসভার গেটে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, গত ২০১৮ সালের এপ্রিল মাসে মেদিনীপুর পৌর বোর্ডের মেয়াদ শেষ হওয়া সত্তেও প্রায় ২ বছর ৭ মাস পৌরসভায় প্রশাসক নিয়োগ করে চালানো হচ্ছে। যার ফলে একদিকে যেমন মেদিনীপুর পৌরবাসী পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনই বিভিন্ন খাতে অর্থ তছরুপ চলছে পৌরসভায়। তাই প্রশাসক নিয়োগ না করে অবিলম্বে পুরসভার নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছে জেলা বিজেপি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শমিত দাস, জেলা সম্পাদক অরুপ দাস, জেলার দুই সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত, তপন মান্না, দেবাশীষ দাস সহ অন্যান্যরা।