আমাদের ভারত,২৬ ফেব্রুয়ারি: যত দিন যাচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে। মৃতের সংখ্যাও বাড়ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০ জনের মৃত্যু হয়েছে দিল্লির অশান্তিতে। ফলে এবার পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। ইতিমধ্যেই তিনি অশান্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। কথা বলেছেন ঐসব এলাকার ধর্মীয় নেতাদের সঙ্গেও।
পরিস্থিতি বিচার করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, ফলে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে জাফরাবাদ, মৌজপুর, ভজনপুরার মানুষ। মঙ্গলবারেই জাফরাবাদ স্টেশন থেকে তুলে দেওয়া হয়েছে সিএ বিরোধী আন্দোলনকারীদের।
কিন্তু মৃত্যুর মিছিল অব্যাহত। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে মোট কুড়ি জনের। এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার উত্তর পূর্ব দিল্লি বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে কারফিউ। দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। উত্তপ্ত এলাকায় নামানো হচ্ছে ৩৫ কোম্পানি আধাসেনা।
তবে তারপরেও সম্পূর্ণ ঠেকানো যায়নি হিংসা। এবার আসরে নেমেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার রাতেই জাফরাবাদ, সিলামপুর সহ বিভিন্ন এলাকায় তিনি ঘুরে দেখেন। কথা বলেন ধর্মীয় নেতাদের সঙ্গে। রাজধানীর আপাত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট করার ভার দেওয়া হয়েছে তাঁকে। কোনওরকম আর হাঙ্গামা বরদাস্ত করবে না সরকার। তাই পর্যাপ্ত সংখ্যায় আধা সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তাদের ফ্রি-হ্যান্ড দেওয়া হয়েছে তাদের।