নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ ফেব্রুয়ারি:
দিলীপ ঘোষ নয় পুরভোটে মুকুল রায়ের উপর ভরসা রাখছে দিল্লি। যারজন্য মুকুল রায়কেই আগামী পুরসভা নির্বাচনে দায়িত্ব দিতে চলেছে দিল্লি। যদিও মুকুল রায়ের মাথার উপরে দিল্লি একটি কমিটি গঠন করে তাদের রাখবে। পুরভোট নিয়ে মুকুল রায় যাতে একক সিদ্ধান্ত না নিতে পারেন তার জন্য নজর রাখবেন দিল্লির কর্তারা। দিল্লির ভোট ম্যানেজাররা মনে করছেন পুরভোটে সন্ত্রাসের মোকাবিলা মুকুল রায় করতে পারবেন। পুরভোটে শাসকের কৌশুলী সিদ্ধান্ত মুকুলের পক্ষেই ভালো করে বোঝা সম্ভব। কারণ মুকুল রায়ের এখন রাজ্যের শাসক দলের ভিতর যোগাযোগ রয়েছে। তিনিই তৃণমূলের সাংগঠনিক গোপন খবর বার করতে পারবেন। যারজন্য পুরভোটে দলের জাতীয় পরিষদের সদস্যের উপর ভরসা রাখতে চাইছে।
সূত্রের খবর, চলতি মাসে পুরভোট নিয়ে একটি বৈঠক হবে কলকাতায়। সেই বৈঠকে দিল্লির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হবেন। সেখানেই আগামী পুরনির্বাচনে মুকুল রায়কে মাথা করতে পারে দিল্লি। যদিও এব্যাপারে এখনই রাজ্য বিজেপির নেতারা মন্তব্য করতে চাইছেন না। রাজ্য বিজেপি নেতারা বলছেন দলে সবকিছু আলোচনা করেই হবে।