ফ্রানৎস বেকেনবাউয়ারের প্রয়াণ, শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, কলকাতা, ৯ জানুয়ারি: ফ্রানৎস বেকেনবাউয়ারের প্রয়াণে মঙ্গলবার শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, “জার্মান ফুটবল কিংবদন্তি এবং প্রতীক ফ্রানৎস বেকেনবাওয়ারের মৃত্যুর কথা জেনে দুঃখিত হয়েছি। একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রশিক্ষক হিসেবে তিনি সর্বদাই বিবেচিত হবেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে। বাংলা ও ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী তাঁকে হারাল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের প্রতি সমবেদনা রইল।

প্রসঙ্গত, বেকেনবাওয়ারের বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন বেকেনবাউয়ার। হৃদযন্ত্রে সমস্যা ছিল। সঙ্গে ডিমেনসিয়াও! সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ২০১৫ সালে ছেলে স্টিফেনকে হারান এই জার্মান কিংবদন্তী। তারপর থেকে শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল।

পরিবারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফ্রানৎস বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন। তাঁর পরিবার সেই সময় ওঁর সঙ্গেই ছিল। আশা করি সবাই ওঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *