আমাদের ভারত, হাওড়া, ২৯ জানুয়ারি: বুধবার সকালে ৬নং জাতীয় সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের ও আহত হল ১৫ জন। এদিন প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল ৭টা ৩০ নাগাদ। জানাগেছে, এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে একটি মারুতি ভ্যানে চেপে ৩ আরোহী মৌড়িগ্রামে একটি চোখের হাসপাতালে চোখ দেখাতে যাওয়ার সময় বাগনানের খাদিনান মোড়ের কাছে মারুতি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারলে মারুতি গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়ির ৩ আরোহী আহত হয়।
অন্য দুর্ঘটনাটি ঘটে এদিন সকাল ৮টা নাগাদ বাগনানের কাছারি পাড়ার কাছে। জানাগেছে, এদিন সকালে পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে একটি বাস কলকাতা অভিমুখে যাওয়ার সময় কাছারি পাড়ার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারলে বাসের ১২ জন যাত্রী আহত হয়। দুটি দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ ৪ টি গাড়িকেই আটক করেছে।