আমাদের ভারত, কোলাঘাট, ১৫ নভেম্বর: বুলবুলের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা মিটিং করলেন রাজ্যের পরিবহণ, জল সম্পদ ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলার দুই সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী। জেলার ক্ষতিগ্রস্ত এলাকার বিধায়কগণ ও পঞ্চায়তের সভাপতিরা। জেলা শাসক, পুলিশ সুপার, প্রশাসনিক আধিকারিকগণ। এছাড়াও রাজ্যের ন’টি দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন।
প্রধানত বুলবুলে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে সেই সব জায়গায় ধাপে ধাপে কাজ হবে। মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই রিভিউ মিটিং হয়। কাঁচা বাড়ি যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি সাহায্য যা আছে তা তারা পাবেন। জেলাতে বেশির ভাগ ক্ষেত্রে ধান ও পানের ক্ষতি হয়েছে। ক্রপ ইন্সুরেন্সের টাকাটা যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে দপ্তরের সচিবদের নির্দেশ দেন মন্ত্রী। যাতে এর ফলে কৃষকরা নতুন করে পানের বরোজ তৈরি করতে পারে এছাড়াও আগামী বোরো চাষে চাষিদের যেন সুবিধে হয়। মৎস্যজীবী খুটি গুলিকে মেরামতের অগ্রাধিকার দেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী। শুভেন্দু বাবু বলেন, বুলবুলের সময় মাছ ধরতে গিয়ে তিনজন ফেরেনি। এরা কাঁথির বাসিন্দা। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তাদের খোঁজ চালাচ্ছে। রাজ্য সরকার তাদের পাশে আছে বলে জানান শুভেন্দু বাবু।