লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–আপনার ধীর স্থির শান্ত ভাব এর জন্য আপনার প্রতিপক্ষ ধরাকে সরা জ্ঞান মনে করতে পারে।আপনার কূটচালে গুপ্ত শত্রু পরাস্ত হয়ে অপরাধ স্বীকার করতে পারে। সন্তানের শিক্ষার ব্যাপারে একটু মনোযোগী হলে ভালো হয়। প্রযুক্তি বিদ্যায় সন্তানকে পড়ানোর জন্য বিদেশে পাঠাতে পারেন।
বৃষ :–ফেসবুকে তৈরি বন্ধু আপনার ক্ষতির জন্য কোন অশ্লীল ছবি ছাড়তে পারে, সাইবার ক্রাইম এ অভিযোগ দায়ের করতে পারেন। আইনের সাহায্য নিতে হবে। বিবাহের জন্য দূরে কোথাও যেতে হতে পারে দূরদেশের পাত্র বা পাত্রী আপনার পছন্দের তালিকায় আসবে। উচ্চশিক্ষার জন্য বাইরে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন।
মিথুন :–নিজের রাজনৈতিক অবস্থান ঠিক রাখতে সকলের সাথে মিষ্টি ব্যবহার ও সদভাব রাখুন। পরিবারে নবজাতকের শুভ আগমনে সকলের মনে খুশি খুশি ভাব থাকবে ও আনন্দে দিন কেটে যাবে। কাজের অনিচ্ছাকৃত গাফিলতি ধরা পড়ে যেতে পারে সাবধান হবেন। শিক্ষা ক্ষেত্র শুভ।
কর্কট :–পাড়ার মঞ্চে সংগীত নৃত্য কলা প্রদর্শনী করে সুনাম বৃদ্ধি পাবে। অঙ্কন শিল্পী যারা তারা ছোট শিশুদের অঙ্কন শিল্পে উৎসাহ দিয়ে এবং ছবি আঁকার প্রতিযোগিতা করে নিজেদের ক্ষেত্র সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। কোভিড-১৯নিয়ে সতর্ক বার্তা দিতে পারেন। পারিবারিক দিকে নানা কুটকাচালি থেকে নিজেকে সরিয়ে রাখলেই ভালো।
সিংহ :–বিদেশে কর্মরত সন্তানরা বাবা-মা কে কোথায় কিভাবে রাখবেন সেটা নিয়ে একটা সমস্যায় পড়তে পারেন বয়স্ক পিতা মাতার জন্য বৃদ্ধাশ্রম বা বিদেশে নিয়ে যেতে হতে পারে। পরিবার নিয়ে মানসিক চাপের মধ্যে থাকতে হবে। পৈত্রিক সম্পত্তি বিক্রয় করতে হতে পারে।
কন্যা :–দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিজের কৃতিত্ব দেখাবার চেষ্টা বৃথা হতে পারে, কাজের ভিতর ফাক বা গলোদ থেকে যেতে পারে যা সকলের চোখে পড়ে আপনার দুর্নাম হবার সম্ভাবনা প্রবল। কিশোর সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন নচেৎ অসৎ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বিগড়ে যেতে পারে। মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজের শিক্ষাগত যোগ্যতার মান বৃদ্ধি করতে পারেন।
তুলা :–আর্থিক দিকে কমজোরি হওয়ায় আত্মীয়-স্বজনের চোখে ছোট হতে পারেন, ব্যবসার জন্য বন্ধুবান্ধবের কাছেও এই সময়ের ঋণ আপনি পাবেন না, আপনার উপরে বিশ্বাস ও আস্থা সকলের কম হবে। মানসিক চাপ বৃদ্ধি পাবে। সকলকে কিছু করে দেখাবার প্রতিজ্ঞা মনের মধ্যে বারবার জেগে উঠবে।
বৃশ্চিক :–নানা রকম ফন্দি ফিকির করে আপনার কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা আপনার অনেক কাছাকাছি লোকেরাই করতে পারে সাবধান হবেন। দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্বের কাছাকাছি আপনি আসতে পারেন তার কাছে জ্ঞান আপনি নিতে পারেন। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে।
ধনু :–কর্ম ক্ষেত্রে আপনি নিজে জানপ্রান দিয়ে যতই ভালো কাজ করুন না কেন আপনার কাজের সুনাম অন্য লোকে ব্যবহার করবে। অধস্তন কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আর্থিক ক্ষেত্রে সহকর্মীরা আপনাকে সহায়তা করবে বিশেষ করে ঘর বাড়ি কেনার ব্যাপারে।
মকর :–দ্রুত কর্মপন্থা নির্ধারণ করুন, অনেক অসাধু ব্যক্তি উৎকোচ দেবার জন্য উৎসাহী হবেন, নিজেকে সংযত ও সৎ রাখার চেষ্টা করুন। উত্তর-পূর্ব ভারতে কোথাও মধুচন্দ্রিমা যাপনের জন্য প্রস্তুতি নিতে পারেন। ছাত্র ছাত্রীদের মধ্যে যারা মাধ্যমিক দিয়েছিলেন তাদের মানসিক চাপ থাকবে।
কুম্ভ :– যারা রাজনীতির মাঠে নেমে ভোটের ব্যাপারে কাজ করেছেন তারা আরও সতর্কতার সাথে রাজনীতি করবেন, মাথায় এখন শুধু আসন গুছিয়ে রাখার চিন্তার ছক কষে চলবেন। পানের চালানদার যারা তাদের ব্যবসা খুব ভালো হবে আর্থিক দিক সুসংহত হবে। আজ যাদের বিবাহ বার্ষিকী তারা স্বর্ণালঙ্কার উপহার পেতে পারেন।
মীন :–দাম্পত্য জীবনের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দুজনে চাকরি করার ফলে মানসিক চাপ তৈরি হতে পারে সন্দেহের বিষ মনের মধ্যে থাকলে পরে তা ক্ষতির কারণ হবে সাবধান হওয়া বাঞ্ছনীয়। কর্মসূত্রে রাজ্যের বাইরে কোথাও যেতে হতে পারে কর্মস্থায়ী হবে। আর্থিক দিক খুবই ভালো হবে।