লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–শ্বাপদ জন্তু-জানোয়ার থেকে সাবধান থাকবেন। পারিবারিক দিক থেকে নানা সমস্যা থাকলেও তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ঐতিহাসিক স্থান সকল ভ্রমণের জন্য পছন্দের তালিকায় রাখতে পারেন। শিক্ষা ক্ষেত্রে বাধা বাধা ভাব কেটে যাবে।
বৃষ :–সামনে বাসন্তী পূজা ও রাম নবমী সেই উৎসব কে প্রাণবন্ত করে তুলতে নানা প্ল্যান-প্রোগ্রাম পরিবারের সকলে মিলে করতে পারেন। আপনার সফলতা বজায় রাখতে সফল হবেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সকলের কাছে আপনার গ্রহণযোগ্যতা প্রাধান্য পাবে।
মিথুন :–সরকারি চাকরির পাশাপাশি স্ত্রী বা সন্তানের নামে কোন এজেন্সি নিয়ে কাজকর্ম করতে পারেন। মিউচুয়াল ফান্ডে অর্থ রাখতে পারেন। কারো কাছ থেকে ভুল সংবাদ শুনে হঠাৎ করে তা কাউকে বলতে যাবেন না, তাহলে গুজব ছড়ানো গুজব রটানো আইনত অপরাধের দায়ে পড়তে পারেন।
কর্কট :–নানা অছিলায় গুপ্ত শত্রু আপনার ক্ষতির চেষ্টায় সচেষ্ট থাকবে। কাউকে বিশ্বাস করে বা চাকরি পাওয়ার লোভে টাকা-পয়সার লেনদেন করবেন না, ভবিষ্যতে টাকা ফেরত বা চাকুরী কোনটাই পাবেন না। অভিভাবকগণ শিশুদের শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন।
সিংহ :–কোন বিদেশী মাক্স ব্যবহার করবেন না, মুখে রুমাল চাপা দিয়ে হাঁচি কাশি করলে ভালো হয়। লেবুজাতীয় ফল আহার করুন, স্বাস্থ্যের পক্ষে শুভ। বিদেশ যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে। রাস্তাঘাটে কোনো তর্কে বিতর্কে যোগ দেবেন না বিশেষ করে ট্রেনে বাসে।
কন্যা :–ঘনিষ্ঠ বন্ধুকে অনেক অনেক কথা বলার থাকলেও তা সম্পূর্ণ বলতে না পারার কষ্ট মনটা কে কুরে কুরে খাবে। প্রেম প্রীতি শুভ হলেও বিবাহের ক্ষেত্রে তেমন শুভ নয়। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা বাতিল হতে পারে ফলে দেশে উচ্চশিক্ষার ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন।
তুলা :– চাকুরীর আশায় ঘরে একদম বসে না থেকে হাতের কাজ কিছু করুন ভবিষ্যতে আপনার হাতের কাজে আর্থিক উন্নয়ন ঘটাবে। কর্মক্ষেত্র শুভ সকলের সহযোগিতায় কাজের চাপ কমে যাবে। যারা ইলেকট্রিক্যাল ও কম্পিউটার নিয়ে প্রযুক্তিবিদ্যায় পাস করেছেন তারা বাইরের রাজ্যে চাকরি পেতে পারেন।
বৃশ্চিক :–যাদের ভাবতে ভাবতে বিয়ের বয়স পেরিয়ে গেছে, তাদের এই বসন্তে বিয়ের ফুল ফুটতে পারে, আপাতত পাত্র বা পাত্রী দেখার কাজ সম্পন্ন হয়ে থাকবে।ব্যবসায়ের জন্য নামিদামি কোম্পানির হোলসেল ডিস্ট্রিবিউটর বা স্টকিস্ট শিপ নিতে পারেন। চাকুরীর জন্য কোন ট্রেনিং বা কোন প্রশিক্ষণ স্কুলে ভর্তি হতে পারেন।
ধনু :–বহুকষ্টে সরকারি চাকরি পেতে পারেন দারিদ্রতা দূর হবার ভাবনায় পরিবারের সকলে আনন্দিত হবেন।পরিবারের মঙ্গল কামনায় গৃহে কোন পূজা পার্বণ করতে পারেন। নারকেল সুপারি গাছের মতো উঁচু গাছে ওঠার ঝুঁকি নেবেন না, যারা ফল পারেন তাদের দিয়েই নারকেল সুপারি পাড়িয়ে নিন।
মকর :–নিজের কাজের চাপ সামলাতে হিমশিম খেলেও অন্যের কাজের চাপ আপনার ঘাড়েই চাপবে। খাদ্যে বিষক্রিয়া হয়ে উদারাময় হতে পারে। রাস্তাঘাটের খোলা খাবার না খাওয়াই ভালো। প্রেমিক বা প্রেমিকার সাথে মন-কষাকষি করে হটকারী সিদ্ধান্ত নেবেন না। ছোট শিশুদের পড়াশোনায় অমনোযোগী হতেই পারে সেজন্য বকাঝকা বা মারধর করবেন না।
কুম্ভ :– বাড়ির আত্মীয় বা পরিবারের সাথে মা-বাবাকে সঙ্গে নিয়ে কোন মেলায় বা তীর্থে যেতে পারেন। জমি জমার বিষয়ে মাতুল এর সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে। মাতৃকুলের বিষয়-সম্পত্তির ভাগ আপনি পাবেন। উচ্চশিক্ষা ও জীবনের ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা হতে পারে।
মীন :–অন্যকে আর্থিক সহায়তা করার কথা দিয়ে নিজের আর্থিক দুর্বলতার কথা প্রকাশ হতে পারে। ছোটখাটো ব্যবসা রেস্টুরেন্ট দোকানের ব্যবসা আর্থিক দিকে প্রভূত উন্নতি ঘটাবে। চাকুরীজীবীদের আর্থিক উন্নতি ঘটবে। যারা স্নাতক স্তরে পড়াশোনা করছেন তারা মাঝপথে শিক্ষা ছেড়ে বেরিয়ে আসা হঠকারী সিদ্ধান্ত হবে।