দৈনিক রাশিফল : ১৬/১২/২০১৯

মেষ :– হটকারী সিদ্ধান্ত নেবেন না। দ্রুত নিস্পত্তি ঘটবে এমন সিদ্ধান্ত নিয়ে সম্পত্তি ভাগ করে দিন। কলেজে যারা পড়াশুনা করছেন তাদের শিক্ষাক্ষেত্রে বাধা বাধা ভাব আসবে। মন চঞ্চল ও প্রেমে প্রথম প্রপোজ পাবেন। উচ্চ শিক্ষা লাভে বিদেশ যাত্রা ঘটতে পারে। ব্যবসায়িক দিকে সাফল্য আনতে প্রযুক্তি প্রয়োগ ঘটান। অর্থনৈতিক দিক শুভ।
বৃষ :– বন্ধু বান্ধব সবাই আপনার ভালো নয়, আপনার অর্থের টানে আপনাকে তোষামোদি করবে। কর্মস্থলে কর্মচারীদের সাথে একটু ঝামেলা হতে পারে। সকলের সাথে মিষ্টি ব্যবহার ও আলাপ রাখুন। প্রশাসনিক উচ্চপদে যারা আছেন তাদের সরকারী খেতাব ও প্রমোশন লাভ হতে পারে। যারা কোম্পানী সংস্থায় কর্মরত তারা কর্মস্থান পরিবর্তন করতে পারেন।
মিথুন :– উচ্চ শিক্ষা লাভে বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। বনে জংগলে বেড়াতে যেতে পারেন। জমি বাড়ী বা ফ্ল্যাট ক্রয় করতে পারেন। খেলাধুলায় নাম করতে পারেন এবং চাকুরী ও মিলতে পারে। ছাত্র-ছাত্রীদের বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবেন তাদের চিন্তার কোন কারন নেই ফল ভাল হবে। বানিজ্য প্রতিষ্ঠানে প্রযুক্তি স্থাপন করে ব্যবসায় বৃদ্ধি ঘটাতে সক্ষম হবেন। বয়স্ক গুরুজনের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখুন।
কর্কট :– দ্বৈত চিন্তা ছেড়ে সঠিক সিদ্ধান্ত নিন। ব্যবসায়িক দিকে আর্থিক চাপ আছে ধীরে ধীরে এই চাপ কাটবে। ভালো কিছু সুফল পেতে প্রতিকারের চিন্তা ভাবনা করতে পারেন। চাপের মধ্যে থেকেও অর্থনৈতিক দিকে সাফল্য লাভ হবে। কন্যা সন্তানের বিবাহের যোগাযোগ সাফল্য পাবেন ও নিশ্চিন্ত মনোভাব পোষণ করবেন।
সিংহ :– ভাবনা চিন্তা করেই বিবাহের সম্মতি দান করুন বা পাত্র-পাত্রী খোঁজার সম্মতি দিন। নিজের থেকে যেচে বন্ধুর উপকারে অর্থ ধার দেবেন এই ধার শোধ হতে বেশ দেরী হবে। অনেক কাঠ খড় পুড়িয়ে চাকরির সুযোগ পাবেন। ছাত্রছাত্রীদের পড়াশুনা ভালো হবে। ব্যবসায়িকদের আর্থিক দিক মোটামুটি শুভ।
কন্যা :– শারীরিক ও মানসিক অস্থিরতা ও উত্তেজনা ভাব থাকবে সন্তানের জন্য দুঃশ্চিন্তা আছে। বাইরের খাবার না খেলেই ভালো, পরিশ্রুত জল খান। ব্যবসায়ীদের কারবারে নতুন কিছু সংযোজন হতে পারে।স্টকিস্ট বা পাইকারী ব্যবসায়ীদের বিশেষ করে ঔষধ ব্যবসায়ীদের আর্থিক দিক খুবই ভালো যাবে। শিক্ষা জগতে যুক্ত ব্যক্তির মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে।
তুলা :– বেসরকারী চাকুরীজীবীদের আর্থিক উন্নতির দিক উজ্জ্বল। বাইরের রাজ্যে কর্ম সূত্রে যেতে হবে। পদোন্নতি ও আর্থিক দিকে শুভ ইঙ্গিত আশা করা যায়। ব্যবসায় উন্নতির জন্য কর্মী নিয়োগ ও অর্থ বিনিয়োগ করতে হবে। ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন।
বৃশ্চিক :– ধীরে ধীরে হলেও নিজের কষ্ট করা সম্পদে নিজের জমিতে গৃহ নির্মান করতে সক্ষম হবেন। দূরের আত্মীয়ের সুসংবাদ পরিবারের সকলকে আনন্দ দান করবে। চাকুরীজীবীদের কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্র মোটামোটি শুভ। পড়ুয়া দের শিক্ষা ক্ষেত্রে তেমন চাপ থাকবে না।
ধনু :– আইন এর পরামর্শ দিয়ে যাকে বুঝাবেন সেই আপনাকে ফাঁসাবে। উচ্চশিক্ষা লাভের দরুন বিদেশ যাত্রা ঘটতে পারে। ঠিকাদারী কারবারে দারুন উন্নতি লাভ করবেন। যানবাহন ক্রয় করতে পারেন। ব্যবসায়িক দিকে নিশ্চিত সাফল্য লাভ হবে। আইনবিদ চিকিৎসক অধ্যাপনার সাথে যুক্তব্যক্তি যারা তাঁদের অর্থনৈতিক সাফল্য ও কর্ম সাফল্য লাভ হবে।
মকর :– অজানা জ্বর ও পেটের অসুখ থেকে সাবধান। দিনের শেষে সবাই মিলে এক জায়গায় হয়ে যে সুখের পরিবেশ তৈরী হবে তা অকল্পনীয়। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক উন্নতি উভয়ই ঘটবে। শিক্ষকতা কর্মে নিযুক্ত ব্যক্তিগন কর্ম পরিবর্তন করে নতুন কোন কর্মে ঝাঁপিয়ে পড়তে পারেন।
কুম্ভ :– ভ্রমনে সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে পাহাড়ে উঠতে। ব্যবসায়ীদের আর্থিক দিকে নানা চাপ ও ঝামেলা আসবে। আত্মীয় স্বজন পাশে থেকে কোন সমস্যা কে উতরিয়ে দিবে। আইনবিদ চিকিৎসক অধ্যাপনার সাথে যুক্তব্যক্তি যারা তাঁদের অর্থনৈতিক সাফল্য ও কর্ম সাফল্য লাভ হবে।
মীন :– কাজের সূত্রে দূরে যেতে হতে পারে। আর্থিক দিক শুভ। ব্যবসায়িক সূত্রে আলাপ হয়ে প্রেমে পড়তে পারেন। নিজস্ব গাড়ী কিনতে পারেন তবে খুবই সাবধানে চালাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক লেনদেনে কিছু সমস্যা দেখা দিতে পারে। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে বাধা বাধা ভাব থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন।
— শ্রী সঞ্জয়,ফোন : 9932232291.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *