লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–বহুবার যাব যাব করেও যেতে পারেননি এমন তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য এবারে মানসিক প্রস্তুতি নিতে পারেন এমনকি টিকিট কেটে রাখতে পারেন। কন্যার বিবাহ দিয়ে দায়মুক্ত হয়ে অনেকটা নিশ্চিন্ত বোধ করতে পারেন। বন্ধুর অর্থনৈতিক চাপে যেখান থেকে হোক ধার করে বন্ধুকে সাহায্য করার মানসিকতা আপনার থাকবে।
বৃষ :–দেরিতে হলেও শুভবুদ্ধির উদয়ে আইনের বাইরে এসে আপস-মীমাংসায় সম্পত্তির ঝামেলা মিটিয়ে নিতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে দ্বিচারিতা করার জন্য অপমানিত হতে পারেন। উৎকোচ গ্রহণের মামলায় জড়িয়ে পড়তে পারেন। গুপ্ত শত্রু থেকে সাবধান হবেন। শিক্ষাক্ষেত্রে ছোটখাটো অনেক সমস্যার সম্মুখীন হবেন বাধা ডিঙিয়ে চলার চেষ্টা করুন সফল হবেন। কোরনা ভাইরাস থেকে মুক্তি পেতে সরকারি নিয়ম কানুন মেনে চলা উচিত।
মিথুন :–গুরুজনের সম্মান রক্ষা করার চেষ্টা করা উচিত রাগের বশে কোন কথা না বলে নিজেকে সংযত রাখুন, তাতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায় অর্থলগ্নি করে কূটকৌশলের আশ্রয় নিন ব্যবসা বৃদ্ধি পাবে ও অর্থনৈতিক উন্নতি লাভ করবে। প্রেমিক-প্রেমিকাদের প্রেমের সমাপ্তি ঘটিয়ে নতুন সংসার পাতার ইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন।
কর্কট :–বহুদিনের পুরোন রাগ মেটানোর জন্য আপনার উপরে অহেতুক অশালীন ব্যবহার আপনার প্রতিবেশী করে বসতে পারে। গুপ্ত শত্রুর অভাব নেই তাই দুর্নাম ছড়াতেও লোকের অভাব হবে না। ব্যবসাক্ষেত্রে শত্রুর মোকাবেলা করতে নিজেই মানসিকভাবে স্থির থাকুন। আর্থিক ক্ষেত্র ও পারিবারিক দিক শুভ।
সিংহ :–কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অধৈর্য না হয়ে এমন ভাবে চিন্তা ভাবনা করুন যাতে শত্রুপক্ষ মুখ লুকাতে বাধ্য হয়। অযথা হেনস্থার চক্রান্তে পড়তে পারেন। দূরদৃষ্টি সম্পন্ন লেখক লেখিকার লেখা সামাজিক দিকে প্রতিফলিত হবে। ধর্মীয় কুটকাচালির ঊর্ধ্বে করোনা ভাইরাসের আলোচনাকে রাখুন। ছাত্র-ছাত্রীদের টেনশন থাকবে।
কন্যা :–সাংবাদিকতা যাঁরা করেন তাঁদের সত্যকে লুকাতে গিয়ে মানষিক কষ্ট এবং যন্ত্রণা ভোগ করতে হতে পারে। বিভিন্ন নেতা নেত্রীর চোখরাঙানি আপনার মাথা নত করাতে বাধ্য করতে পারে। ভুয়া চাকরির লোভে অর্থ প্রদান করবেন না, ঠগ লোকের পাল্লায় পড়ে যেতে পারেন। করোনা আক্রান্তের সম্ভাবনা দেখলে অবিলম্বে সরকারি হাসপাতালে যোগাযোগ করুন।
তুলা :–নিকট আত্মীয় বন্ধু-বান্ধবের কাছে অর্থ ঋণ নিয়ে নতুন একটা ব্যবসা প্রযুক্তিবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা শুরু করতে পারেন, ফাটকা বাজারে বা শেয়ারবাজারে এখনই অর্থ লগ্নি করবেন না। মাতুল বাড়ির সম্পত্তি ভাগ হিসেবে পেতে পারেন।
বৃশ্চিক :–দূরের বা কাছের আত্মীয় হাত ধরে ছোটখাটো ব্যবসায় নামতে পারেন। চাকুরী ক্ষেত্রে অনেক কিছু শেখার আছে যা সহকর্মীদের কাছ থেকে শিখে নিতে হয়, সবজান্তা ভাব ছেড়ে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করলে আপনার পক্ষে ভালো।ছাত্র ছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে একটু মনোযোগী হলে ফল ভাল পাবেন।
ধনু :–নামিদামি স্কুলে ভর্তি হওয়ার জন্য বা কলেজে ভর্তি হওয়ার জন্য কাউকে কোনো অর্থ প্রদান করবেন না। ভিন্ন ফল-ফলাদি ও ফুলের গাছের নতুন কলম করে নতুন প্রজাতির গাছ তৈরি করার প্রবণতা সফল হতে পারেন। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি ঘটবে। প্রেমের বাধা কেটে যাবে, বিবাহের পাকা কথা হতে পারে।
মকর :–কর্ম ক্ষেত্রে মান সম্মানে আঘাত আসতে পারে, আপনাকে কূটকৌশলে ছলনার আশ্রয় নিতে হতে পারে। হঠাৎ করে শারীরিক দিকের অবনতি ঘটতে পারে রোগ পীড়ার জ্বালায় কষ্ট পেতে পারেন, যেখানে সেখানে জল পান করবেন না জন্ডিস জাতীয় রোগ এর থেকে সাবধান হবেন। ছাত্রছাত্রীরা গ্রামে-গঞ্জে বিভিন্ন রোগের ব্যাপারে সাবধান বার্তা প্রচার করতে পারেন।
কুম্ভ :–মাতুলালয় এর বহু টাকার স্থাবর সম্পত্তি লাভ করতে পারেন। খুব বড় মাছের ভেড়ি লিজ নিতে পারেন বা অংশিদার হিসেবে যোগদান করতে পারেন আর্থিক ক্ষেত্রে খুবই শুভ। বিবাহের জন্য পারিবারিক দিক থেকে চাপ আসতে পারে। দাম্পত্য জীবনের মান অভিমান আসবে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না।
মীন :–আপনার ব্যবহারে অপরজন মানসিক কষ্ট পেতে পারেন, উভয়ের সমস্যা মেটাতে দূরে কোথাও ভ্রমণে যাওয়া উচিত, দাম্পত্য জীবন এতে সুখের ও শান্তির হবে। ছোট ব্যবসায় কে বড় করার জন্য মোটা অর্থ লগ্নি করতে পারেন। কর্মক্ষেত্রের বা কোন সংস্থার জটিলতা কাটাতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করতে পারেন।