লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–হাজার সমস্যার মধ্যে থেকেও নিজেকে আলাদা করে মানুষের কাছে উপস্থাপন করা সম্ভব হবে। ব্যবসায়িক দিকে লাভ-লোকসানের বহর কম হবে। আর্থিক অবস্থা স্থিতিশীল হবে। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে সুনাম অর্জন করতে সক্ষম হবেন না। শিক্ষাক্ষেত্র মোটামুটি শুভ বলা যায়।
বৃষ :–রাজনৈতিক কলা কুশলতায় আপনি সাফল্য লাভ করবেন বিরোধীপক্ষ আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করলেও সফল হবে না দলীয় কোন্দল নিজের হাতে সামলাতে সক্ষম হবেন। ব্যবসায় সাফল্য লাভ হবে মৎস্য ও মাংস ব্যবসায়ীদের আর্থিক উন্নতিতে ধাক্কা খাবে। শিক্ষার্থীরা শিক্ষামূলক ভ্রমণে পাহাড়ে বেড়াতে যেতে পারেন।
মিথুন :–দৈন্যতার সঙ্গে লড়াই করে রাস্তার ধারে দোকানপাট করেছেন সুখের মুখ দেখছেন কিন্তু এখন হয়তো সেই দোকানপাট আপনাকে সরাতে হতে পারে। সরকারি জায়গা ছেড়ে নতুন কোন ক্ষেত্রে দোকানপাট শুরু করার চেষ্টা করতে পারেন। চাকুরীজীবীরা বেতন হার বাড়ার আশ্বাস পেতে পারেন। শিক্ষার্থীরা চাকুরীর জন্য বিশেষ ট্রেনিং নিতে পারেন।
কর্কট :–কর্মক্ষেত্রে মিথ্যে কেলেঙ্কারিতে জড়িয়ে যেতে পারেন গুপ্ত শত্রুরা সক্রিয় থাকবে। স্বর্ণালংকার ব্যবসায়ী ও কারিগরেরা আর্থিক দিক থেকে আরও বেশি লাভবান হবেন। সন্তানের কৃতকর্মে মনস্তাপ তৈরি হবে, যাদের সন্তান ১২থেকে ১৩বছর বয়েস তাদের স্কুলের আবাসিক হিসেবে বা হোস্টেলে রেখে পড়াশোনা করার ব্যবস্থা করুন।
সিংহ :–কাজের ফাঁকে ব্যক্তিগত কিছু কাজকর্ম সেরে রাখতে পারেন। কাজকর্ম ফাঁক না পড়ে তার লক্ষ্য রাখুন। পরকীয়া প্রেমে ফেঁসে মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন। চাকুরীজীবীদের আর্থিক চাপ বৃদ্ধি পাবে ভিন রাজ্যে চাকরির খোঁজে যেতে পারেন। আলু চাষি এবং স্টকিস্ট দের আর্থিক উন্নতি হবে। হার্ডওয়্যারের ব্যবসায়ীরাও লাভবান হবেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণে আনন্দ উপভোগ হবে।
কন্যা :–বাড়িতে কোন অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু-বান্ধব আত্মীয়- স্বজনদের প্রীতিভোজে আমন্ত্রণ করতে পারেন বাড়ির ছোটদের আনন্দে হই হই রই রই কান্ড সকলকে আনন্দ খুশিতে রাখবে। যারা বেকারত্ব কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন তারা অবিলম্বে ব্যবসায় নামতে পারেন। ছাত্র-ছাত্রীরা একটু পড়াশোনায় মনোযোগী হলে ভালো হয়।
তুলা :– আজ কারোর প্রেমের প্রস্তাব পেতে পারেন, বসন্তের পলাশ রাঙ্গা মন একটু উরু উরু থাকবে। বন্ধু বান্ধবীদের সঙ্গে সারাদিন ঘুরে বেরিয়ে ও আনন্দে দিন কাটবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলবে। বেশিরভাগ চাকুরিজীবী আজ ছুটির আনন্দে ঘরে বসে দিন কাটাবেন।
বৃশ্চিক :–এমন কাজ করবেন না যা সকলের কাজের বিঘ্ন হতে পারে,সুনাম নষ্ট হতে পারে। ব্যবসা বানিজ্য ভাল রকম চালানোর জন্য বিজ্ঞাপন এর সাহায্য গ্রহণ করতে পারেন। চাকুরীজীবীরা আর্থিক চাপে থাকতে পারেন।
ধনু :– কর্মসুত্রে বাইরে যেতে পারেন, ভিন রাজ্য থেকে বস্ত্র আমদানি করতে ব্যবসায়ীদের আর্থিক দিক খুবই শুভ। পাড়ার বা গ্রামের উটকো ঝামেলা মধ্যে নিজেকে না জড়ানোই ভালো। নতুন নতুন কাজ সৃষ্টি করার মানসিকতা নিয়ে এনজিও গঠন করতে পারেন।
মকর :– কাজের ক্ষেত্রে অন্যমনস্কতা দুর্ঘটনা ও আর্থিক ক্ষতির কারণ হতে পারে। দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা কলম দান করে মহৎ কাজের পরিচয় দিতে পারেন। প্রাতঃভ্রমণ কারীরা সাবধান হবেন, ছিনতাইবাজ থেকে সাবধান। যাত্রা পালা গানের সঙ্গে যারা যুক্ত তাদের সুনাম যশ বৃদ্ধি পাবে।
কুম্ভ :– মিথ্যে প্রেমের আতিশয্যে ভেসে যাবেন না, যেকোনো সময় প্রতারিত হতে পারেন, মানসিক কষ্ট পেতে পারেন। কর্ম ক্ষেত্রে নিজেকে সকলের শীর্ষে রাখতে পারেন সুনাম যশ বৃদ্ধি পাবে আর্থিক দিকে শুভ। গৃহে পুজো পাঠ এর ব্যবস্থা করতে পারেন। লটারি বা ফাটকায় হঠাৎ অর্থ রোজগার হতে পারে।
মীন :–অন্যের কাজে মন দিয়ে নিজের কাজে ক্ষতি করবেন না। গুপ্ত শত্রুর মিথ্যে প্রশংসায় উৎফুল্লিত হয়ে কোন ভুল কাজ করে বসবেন না, আপনাকে বিপদের ফাঁদে ফেলতে পারে। শিক্ষক-শিক্ষিকাগণ বেশি মনোযোগী হবেন।