লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–কর্মক্ষেত্রে দুষ্কৃতী দ্বারা নাশকতামূলক কাজ ঘটতে পারে সতর্ক দৃষ্টিতে সমস্ত কিছু পর্যবেক্ষণ করবেন। কাজের দায়িত্ব ও গুরুত্ব বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতির দিকেও সুখবর থাকবে। পত্র পত্রিকা থেকে পাত্র পাত্রী নির্বাচন করে বিবাহের দিনক্ষণ ঠিক করতে পারেন, দাম্পত্য জীবন সুখের হবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ।
বৃষ :–ব্যাংক পোস্ট অফিস অথবা এলআইসি র এজেন্ট এর কাজ করেন তাদের আর্থিক ক্ষেত্রে উন্নতি লাভ হবে জনসংযোগ বৃদ্ধি পাবে। চাকুরী সূত্রে বাইরের রাজ্যে যেতে পারেন। রাস্তাঘাটে দুষ্কৃতী থেকে সাবধান হবেন ট্রেনে বাসে কারো কাছে পানীয় বা খাদ্য গ্রহণ করবেন না। কোভিড-১৯ থেকে সাবধান।
মিথুন :–ধর তক্তা মার পেরেক এর মত ধুমধারাক্কা কাজ করে সকলকে তাক লাগিয়ে দেবেন যেখানে আপনার প্রতিদ্বন্দ্বী আপনার ধারে কাছে আসতে পারবে না বা পাত্তা পাবে না। আপনার পছন্দ করা এবং আপনার মনের মত পাত্রীর সঙ্গেই আপনার বিবাহ সুসম্পন্ন হবে। শিক্ষা ক্ষেত্র শুভ।
কর্কট :–খুব প্রয়োজন না হলে কারোর কাছে ধার করবেন না, চড়া সুদে ধার নিয়ে নিজেকে লাঞ্ছিত হবার জায়গা করতে পারেন, সাবধান হওয়া খুব প্রয়োজন। ব্যবসা-বাণিজ্য মোটামুটি ভালই চলবে। পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে। সন্তানের শিক্ষা ক্ষেত্রে নজর রাখুন, ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ।
সিংহ :–বন্ধুকে সৎ পরামর্শ দিলেও বন্ধু আপনাকে বন্ধু হিসেবে মেনে নিতে পারবে না ফলতো দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হবে। তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। ব্যবসায়িক দিকে আর্থিক লেনদেন সঠিক ভাবে চালু রাখুন। অংশীদারি কারবারে লাভবান হবেন।
কন্যা :–দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্বের পরামর্শে আপনার সৌভাগ্যের চাকা খুলে যেতে পারে। নতুন কোন কোম্পানি গঠন করে কারবার শুরু করতে পারেন। কোন পর্যটন কেন্দ্রে হোটেল বা রেস্টুরেন্ট খুলে ব্যবসা করতে পারেন, ব্যবসায়িক দিকে সফলতা লাভ হবে। মাধ্যমিকেরছাত্র ছাত্রীরা ফল প্রকাশের আশায় থাকবেন।
তুলা :–আধ্যাত্মিক চেতনা ও ধর্মভাব আপনার মনকে স্থির করবে। গৃহ নির্মাণের উদ্দেশ্যে বাস্তু পূজা করতে পারেন। প্রেম প্রীতি শুভ হলেও জাতিকারা বিধর্মীর প্রেমের ফাঁদে পড়তে পারেন, কৌশলে আপনাকে ধর্মান্তরিত করার চেষ্টা হতে পারে। দূরশিক্ষায় নিজের শিক্ষাগত যোগ্যতার মান বৃদ্ধি করতে পারেন।
বৃশ্চিক :–কাজের ক্ষেত্রে আপনি সফল হবেন আর্থিক পুরস্কার হিসেবে মোটা টাকা লাভ হবে। ছাত্র ছাত্রীরা একাদশ শ্রেণিতে কি বিষয়ে ভর্তি হবেন সেজন্য ব্যস্ত হতে পারেন। সন্তানকে ভর্তির জন্য কাউকে কোন উৎকোচ দেবেন না। মিথ্যে প্রতারকের পাল্লায় পড়ে যেতে পারেন সাবধান হওয়া বাঞ্ছনীয়। কর্মক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা প্রবল।
ধনু :–দুর্বল লোককে আশ্রয় দিয়ে আপনি মহান কাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। সুগার এবং ব্লাড প্রেসার দুটো সব সময় চেক করিয়ে রাখুন বিশেষ করে যাদের (৪৫) পঁয়তাল্লিশ ঊর্ধ্বে বয়স, অনুষ্ঠান বাড়িতে খাদ্য খাবার বুঝে-সুজে খাবেন। করোনা ভাইরাসের জন্য নিয়ম নীতি পালন করুন ও মেনে চলুন।
মকর :–অতিরিক্ত পানাহার বা মাদকদ্রব্য সেবন আপনার শরীরের ভীষণ ভাবে ক্ষতি হতে পারে, চিকিৎসায় বহু টাকা ব্যয় হবে। বিবাহের ক্ষেত্রে আর্থিক লেনদেনের চক্করে পড়ে সুপাত্রী হাতছাড়া হবে,আফসোসের শেষ থাকবে না। শিক্ষা ক্ষেত্রে শুভ হবে। ব্যাবসায়িক দিক ও কর্ম ক্ষেত্রে শুভ।
কুম্ভ :–আর্থিক দিকে ব্যয়সংকোচ করার চেষ্টা করুন নচেৎ ব্যয়ের ধাক্কা সামলাতে পারবেন না। দীর্ঘ দিনের প্রেম আপনাদের উভয় পরিবার আপনাদের চার হাত এক করে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। বাইরে কাজে যাওয়া সমীচীন হবে, ঘরে বসে কাজের সন্ধান করলে আপনি এখানে কাজ পাবেন না। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ।
মীন :–চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে চিকিৎসার কোন দায় দায়িত্ব নেবেন না বা নিজে ওষুধ খাবেন না, হিতে বিপরীত হতে পারে। অ্যাকাউন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের বিভিন্ন দিকে নতুন নতুন কাজের সন্ধান আসবে। ভাই বা ভগ্নীর বিবাহের জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাকে নিতে হতে পারে।