বকুলতলা থেকে ডাকাত দল গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৪ ফেব্রুয়ারি: গোপনসূত্রে খবর পেয়ে তিন সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করলো দক্ষিণ ২৪ পরগণার বকুলতলা থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। ধৃতদের কাছ থেকে চারটি বন্দুক, আট রাউন্ড গুলি ও একটি ভোজালি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপের কাছে গোপন সূত্রে খবর আসে যে একদল ডাকাত বকুলতলা থানার নতুনহাট বাজারের কাছে ডাকাতির ছক কষেছে। সেই খবর পেয়েই বকুলতলা থানার পুলিশকে সাথে নিয়ে ৬ নম্বর মুনিরতট বাজারে তল্লাশি অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। সেখানে গিয়ে হাতে নাতে তিনজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম আজেদ আলি মোল্লা, সালাউদ্দিন পাইক ও সইদুল মোল্লা। এদের সকলেরই বাড়ি মথুরাপুর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি ছাড়াও একটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। তবে আরও তিনজন বাইকে করে পালিয়ে যায়। ধৃতদেরকে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে। এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *