আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ মে: ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় রেমাল। তাই সতর্ক প্রশাসন। সেই অনুযায়ী সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করে বন্ধ করে দেওয়া হলো গঙ্গা তীরবর্তী নৈহাটি ফেরি ঘাটের ফেরি চলাচল। শনিবার নোটিশ দিয়ে এবং পৌরসভার তরফ থেকে মাইকিং করে বন্ধ করা হলো ফেরি পরিষেবা।
যখন তখন আছড়ে পড়তে পারে ঘূর্ণি ঝড়, তাই শনিবার দুপুর থেকে আগামী কাল অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
তবে আগামীকাল প্রাকৃতিক দুর্যোগের অবস্থা কেমন থাকে আর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঘাট খোলা হবে বলে জানালেন নৈহাটি পৌরসভার ফেরি সার্ভিসের কর্মীরা।

