আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: বুধবার মেদিনীপুর সদর পূর্ব চক্রের উদ্যোগে মহাত্মা গান্ধী জন্মজয়ন্তীর দেড়শো বছর উপলক্ষ্যে পাঁচখুরি দেশবন্ধু হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহাত্মা গান্ধী এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিকৃতিতে মাল্যদান করে প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অবর বিদ্যালয় পরিদর্শক ওঙ্কার পান্ডা। উপস্থিত ছিলেন প্রণব চক্রবর্তী, নন্দদুলাল ভট্টাচার্য প্রমুখ।
প্রবন্ধ রচনা, বক্তৃতা, নাটক, কুইজ বিষয়ে মূল দুটি বিভাগের প্রতিযোগিতায়। বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।