রাজেন রায়, কলকাতা, ১৭ ডিসেম্বর: ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরে নিরাপত্তার গাফিলতির জেরে তিনজন আইপিএসকে বদলির ঘটনায় রীতিমতো অস্বস্তিতে রাজ্য প্রশাসন। এর মধ্যেই শনিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময় যাতে নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়, তার জন্য এবার রাজ্যের ডিজিকে চিঠি দিল সিআরপিএফ। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচিতে যে সব এলাকা বা রাস্তা রয়েছে, সেখানকার নিরাপত্তা কী ভাবে সাজানো হচ্ছে, তা জানতে চেয়েছে সিআরপিএফ। বলা বাহুল্য, নাড্ডা কাণ্ডের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় ন্যূনতম গাফিলতি হলে ফের কড়া ব্যবস্থা নিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রসঙ্গত, ১০ ডিসেম্বর বৃহস্পতিবার কলকাতা থেকে ডায়মন্ড হারবারে একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল। সেই ঘটনার জেরে ইতিমধ্যেই তিন আইপিএস অফিসারকে বদলি করে দিয়েছে কেন্দ্র। রাজ্যে কোনও ভিআইপি এলে তাঁদের নিরাপত্তার বিষয়ে পুলিশ-প্রশাসনকে রুটিন চিঠি পাঠানো হয়। কিন্তু এই চিঠির এবারে বিশেষ তাৎপর্য রয়েছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।
শনিবার পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু অধিকারী সহ আরও বেশ কিছু নেতা যোগদান করতে চলেছেন এমনটাই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। শনিবার দিনভর কর্মসূচি নিয়ে মেদিনীপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূল লক্ষ্য জনসভা হলেও তিনি শহরের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবেন। পুলিশ প্রশাসন ও দলীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে কলকাতা বা কলাইকুণ্ডা হয়ে হেলিকপ্টারে করে অমিত শাহ আসবেন মেদিনীপুরে। দুপুর ১২টা নাগাদ তার আসার কথা। সেখান থেকে সড়ক পথে হবিবপুরে ক্ষুদিরামের মাসির বাড়িতে যাবেন। ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করবেন। তার ঠিক উল্টো দিকেই রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। সেই মন্দিরে পুজো দেবেন তিনি। সেখান থেকে যাবেন ৯ কিমি দূরে কর্ণগড় মন্দিরে। পশ্চিম মেদিনীপুরেও বেনাজুরি গ্রামে স্থানীয় বিজেপি কর্মী সনাতন সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন শাহ।