২০২১কে স্বাগত জানাতে টাকিতে পর্যটকদের ভিড়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ জানুয়ারি: বসিরহাট মহাকুমার হাসনাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত টাকিতে সকাল থেকে পর্যটকদের ভিড় জমেছে। একদিকে বছরের প্রথম সূর্যোদয় দেখতে যেমন মানুষের ভির অন্যদিকে বছরের প্রথম দিনটিকে স্মরণ করতে ইছামতি নদীর পাড়ে পিকনিকের আয়োজন চলছে। এ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যের বহু ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতিও লক্ষ করা গেছে।

একদিকে চড়ুইভাতি অন্যদিকে ইছামতি নদীবক্ষে নৌকা বিহারের মধ্য দিয়ে বছরের প্রথম দিনটাতে আনন্দে মেতেছেন ভ্রমণপিপাসু মানুষরা। দীর্ঘ সাড়ে নয় মাস লকডাউন আর করোনাভাইরাসের আতঙ্ক কাটিয়ে আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন বছর ২০২১ কে বরণ করে নিতে চাইছে। তাই কয়েক’শ মানুষ ইছামতীর পাড়ে পরিবার-পরিজন ও প্রিয়জনদের নিয়ে আনন্দে মধ্য দিয়ে শ ইংরেজি নববর্ষ দিন টাকে কাটাতে চায় চায়।

বছরের প্রথম দিনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই একদিকে যেমন সীমান্ত রক্ষীবাহিনী অন্যদিকে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি শুরু হয়েছে। নদীবক্ষে ও নদীর পাড়ে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে চলছে পাহারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *