BJP, TMC, Barrackpur, ব্যারাকপুরে পার্থ ভৌমিকের আমলে বেড়েছে অপরাধ, ভিডিও প্রকাশ করে দাবি বিজেপির, পদ্ম নেতারা শশ্মানে বসে মরা গোনে পাল্টা কটাক্ষ পার্থর

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ জুন: সামনেই রাজ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। আর তার আগে থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত বিজেপি- তৃণমূল উভয় পক্ষ। এবার ব্যারাকপুর মহকুমায় নিজেদের ভোট বাড়াতে নতুন পদ্ধতি নিলো বিজেপি। তারা গত এক বছরে ব্যারাকপুরে কতটা অপরাধ বেড়েছে সেই সংক্রান্ত ভিডিও প্রকাশ করল।

প্রসঙ্গত, বিজেপির দাপুটে নেতা অর্জুন সিং’কে হারিয়ে এক বছর আগেই সাংসদ হয়েছিলেন পার্থ ভৌমিক। ভোটের আগে পার্থ ভৌমিকের স্লোগান ছিল ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম করার। অনেকেই বলেন, গুন্ডারাজ দমনের কথা বলে ব্যারাকপুরের সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক। তবে ব্যারাকপুরের বিজেপি নেতারা বারংবার দাবি করেছেন, পার্থ ভৌমিক সাংসদ হবার পরেই গোটা ব্যারাকপুরজুড়ে নেমে এসেছে সন্ত্রাস। আজ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াংগু পান্ডে সাংসদ পার্থ ভৌমিকের সাংসদ হওয়ার পরে ব্যারাকপুরজুড়ে ঘটে যাওয়া একের পর এক সন্ত্রাসের ঘটনার ভিডিও প্রকাশ করেন জনসমক্ষে। এমনকি তিনি এও বলেন, আগামী দিনে ঘটে যাওয়া সন্ত্রাসের ছবি ব্যারাকপুরের ৫ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ব্যারাকপুরের সহ নাগরিক হয়ে আমি পার্থ ভৌমিকের থেকে জানতে চাই, উনি যে গুন্ডারাজ খতম করার কথা বলেছিলেন, এক বছর পর সেই গোটা ব্যারাকপুরজুড়েই যে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে এর কারণ কী? একের পর এক খুন, বোমাবাজির ঘটনা ঘটেছে এই ব্যারাকপুরজুড়ে। উনি মানুষকে ভাঁওতা দিয়েছেন, সেটা প্রমাণিত হয়েছে। পুলিশ প্রশাসন নিশ্চুপ হয়ে রয়েছে।

যদিও বিজেপির আনা সমস্ত অভিযোগ আর ভিডিওকে গুরুত্ব দিতে রাজি নন বর্তমান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি নেতারা শ্মশানে বসে থাকে বলে ভিডিও প্রকাশ প্রসঙ্গে বিজেপি নেতাদের কটাক্ষ করলেন পার্থ ভৌমিক। তাঁর পাল্টা দাবি, গত এক বছরের মধ্যে ব্যারাকপুরে গুন্ডা রাজ অনেক কমেছে। কিন্তু সব কিছু তাড়াতাড়ি হয় না আসতে আস্তে ব্যারাকপুর থেকে গুন্ডা রাজ খতম হচ্ছে। আর তাতেই গুন্ডাদের ঘুম উড়েছে। তারা ভয় পেয়ে এসব বলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *