স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ ডিসেম্বর: উদ্বোধন হল পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা। কৃষ্ণনগর গর্ভমেন্ট কলেজ মাঠে হস্তশিল্প মেলার শুভ উদ্বোধন করেন, রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।বএদিনের হস্তশিল্প মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্রশিল্প দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, রাষ্ট্র মন্ত্রী নীলিমা ঘোষ কর, রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান গৌরী শঙ্কর দত্ত প্রমুখ। ২৯শে ডিসেম্বর থেকে উদ্বোধন হওয়া মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। রাজ্যের প্রতিটি জেলা থেকে হস্ত শিল্পীরা তাদের তৈরি বিভিন্ন সরঞ্জামের পসরা নিয়ে বসেছে মেলা প্রাঙ্গনে। বিভিন্ন জেলার নাম করণে মোট ২০ টি স্টল তৈরি হয়েছে মেলা প্রাঙ্গনে। বিষ্ণুপুরের টেরাকোটা থেকে শুরু করে উত্তরবঙ্গের শীতের পোশাক, পূর্ব মেদিনীপুর জেলার মাদুর শিল্প সবই মিলছে মেলার স্টলে।
এদিনের মেলার বিষয়ে দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, গোটা রাজ্য মিলে মোট ৬২ টি মেলা হচ্ছে। আগের তুলনায় মেলার জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে সেইসাথে উপকৃত হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা। এ বছর গোটা রাজ্য থেকে সাড়ে তিন হাজার শিল্পী তাদের তৈরি সরঞ্জাম নিয়ে মেলায় উপস্থিত হচ্ছেন বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ।