আমাদের ভারত, আরামবাগ, ২ ফেব্রুয়ারি: আরামবাগ মহকুমায় মহামিছিল করল হুগলি জেলা সিপিএম। আরামবাগের কালিপুর মোড় থেকে এই মহামিছিল শুরু হয়। তারপর এই মহামিছিল গৌরহাটির মোড়, নেতাজি স্কোয়ার পেরিয়ে আরামবাগ বাজার হয়ে বাসুদেবপুর মোড়ে পৌঁছায়। পরে বাসুদেবপুর মোড়ে সংক্ষিপ্ত সভাও হয়। এদিন এই মিছিলে কয়েক হাজার সিপিএম কর্মী সমর্থক পা মেলান। পাশাপাশি বাসুদেবপুরে মহম্মদ সেলিমের বক্তব্য শুনতে হাজার হাজার কর্মী
সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ ভিড় জমান। এই সভায় সভাপতিত্ব করেন সিপিএমের হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। এদিন এই মহা মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। মিছিলে নেতৃত্ব দেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।