পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: আগামী ১২ ও ১৩ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে সিপিআইএমের ২৫তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সেই সম্মেলনকে সামনে রেখে রবিবার মেদিনীপুর শহরের পঞ্চুরচকে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে চরম কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, “ডাকাতদের মধ্যে যেমন ভাগাভাগি নিয়ে অশান্তি হয়, তৃণমূলের মধ্যেও তেমনই শুরু হয়েছে। তাই তৃণমূলের হাতেই তৃণমূলের নেতারা খুন হচ্ছেন।”