রাজেন রায়, কলকাতা, ২৪ নভেম্বর: পাহাড়ে গিয়েও রাজ্য প্রশাসনকে আক্রমণ করে একের পর এক টুইট বাণ জারি রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। সরকার, পুলিশ প্রশাসনের পর এবার রাজ্যপালের নিশানায় রাজ্যের আমলারা। সোমবার সকালে টুইট করে আমলাদের তীব্র কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘যেভাবে রাজ্যের আমলাদের সম্পত্তি বাড়ছে ও তাঁরা দুর্নীতিতে জড়াচ্ছেন তা উদ্বেগজনক। দুর্নীতি নামক শিল্পকে রুখতে না পারার যে প্রশাসনিক ব্যর্থতা সেটাই এখন শহরের আলোচ্য বিষয়। আর সেটাই সরকারের মুখ পোড়াচ্ছে।’
সোমবার পুলিশের উদ্দেশ্যেও তোপ দেগেছেন তিনি। রাজ্যপাল লিখেছেন, ‘ তদন্তের মাধ্যমে উর্দিধারীদের মেগা দুর্নীতির পর্দা ফাঁস করা দরকার। তাঁদের অসৎ উপায়ে অর্জিত সম্পত্তির খোঁজ করতে হবে।’ তিনি আরও লিখেছেন, ‘দুর্নীতির আঁতুড়ঘর ভেঙে দিয়ে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। দুর্নীতির কিংপিনদের গ্রেফতার করে আইনানুগ বিচারের ব্যবস্থা করার সময় এসেছে। দুর্নীতিগ্রস্তরাই যদি সৎ মানুষদের পিছনে ফেলে এগিয়ে যায়, সেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। দুর্নীতির আঁতুরঘর ভেঙে গণতন্ত্র রক্ষা করতে হবে।”