আমাদের ভারত, নদিয়া, ৬ ডিসেম্বর: ব্রিজ কাণ্ডে তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডুর বিরুদ্ধে উনিশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে ফেরিঘাট অবরোধ বিজেপির। যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ এই অবরোধ চলবে।
নদিয়ার শান্তিপুর- কালনা ফেরিঘাটে এর আগেও একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে। ২০১৬ সালে নৌকাডুবিতে কালনাঘাটে একসঙ্গে প্রায় বহু জনের মৃত্যু ঘটেছিল। তারপরেই নড়েচড়ে বসেছিল প্রশাসন এবং পরিবহন দপ্তর। নির্দিষ্ট নিয়ম মেনে তারপর হতো নৌকা চলাচল। থাকতো লাইভ জ্যাকেট। কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই আবারো গাফিলতি শুরু করে দেয় কর্তৃপক্ষ। গতকাল রাতে যানবাহন পারাপারের সময় গঙ্গাবক্ষে পড়ে যায় একটি ইট বোঝাই লরি। মৃত্যু হয় একজনের। রাতেই স্থানীয়রা ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপাশি এই শান্তিপুর- কালনা ফেরিঘাটে একটি ব্রিজ হওয়ার কথা রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু সেই কাজ এখনো শুরু পর্যন্ত হয়নি।
বিজেপির অভিযোগ, ব্রিজের প্রায় ১৯ কোটি টাকা তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু থাকাকালীন দুর্নীতি হয়েছে। অবিলম্বে ব্রিজের কাজ, সঠিকভাবে যাত্রী পারাপার সহ একাধিক দাবি নিয়ে ঘাট পারাপার বন্ধ করে দেয় তারা। যতক্ষণ না পর্যন্ত এই আশ্বাস তারা পাচ্ছে ততক্ষণ ঘাট পরিষেবা বন্ধ থাকবে বলে। অবশেষে প্রশাসনের আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেয় তারা। আবার চালু হয় কালনা ফেরি ঘাটের ঘাট পারাপার পরিষেবা।