আমাদের ভারত, ৬ ডিসেম্বর: বিভিন্ন নামি দামি রেস্তোরাঁ বা খাদ্য উপাদানকারী সংস্থার তৈরি খাবার খেতে সব সময় প্রস্তুত ভোজন প্রেমী বাঙালি। তবে নামিদামি খাদ্য সংস্থায় খাওয়ার জন্য কলকাতা বা অন্য কোনো জেলায় যেতে হয় জেলার মানুষদের। তবে এবার ব্যারাকপুরবাসীকে যেতে হবে হবে না জেলার বাইরে। কারণ ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে শুরু হলো প্রতীক্ষিত খাদ্য মেলা। যার পোশাকি নাম আহারে বাহারে। কলকাতার বিভিন্ন নামীদামী খাদ্য প্রস্তুতকারী সংস্থার ও বিভিন্ন জেলার বিখ্যাত খাবার মিলবে এই মেলায়। আমিষ থেকে নিরামিষ, দেশি থেকে বিদেশী হরেক রকমের খাবার মিলছে এই মেলা প্রাঙ্গনে। মূলত ব্যারাকপুরের কাউন্সিলর জয়দীপ দাসের উদ্যোগে শুরু হয়েছে এই খাদ্য মেলা। প্রতি বছর যার অপেক্ষায় থাকেন ব্যারাকপুরবাসী।
এদিন “আহারে বাহারের” আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস, কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা, বিধাননগর কর্পোরেশনের সিআইসি সদস্য দেবরাজ চক্রবর্তী, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর, শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ সহ বিশিষ্টজনেরা। তাছাড়া “আহারে বাহারে-২০২৪ খাদ্য মেলার মূল উদ্যোক্তা তথা ব্যারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসও এদিনের উদ্বোধনী পর্বে হাজির ছিলেন।
কলকাতার মানুষদের থেকে কোনো অংশে কম খাদ্য প্রেমী নয় ব্যারাকপুর বা অন্য জেলার মানুষ। আর সেই কারণে এই খাদ্য মেলা খুবই সফল বলে দাবি মেলার উদ্যোক্তা জয়দীপ দাসের।