ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে করোনার প্রতিষেধক টিকা করনের কর্মসূচি শুরু হল

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জানুয়ারি:
শেষ পর্যন্ত সেই মুহূর্ত এল। বলা যেতে পারে ঐতিহাসিক মুহূর্ত।১৬ জানুয়ারি থেকে শুরু হলো দেশে করোনার প্রতিষেধক টিকা করনের কর্মসূচি। সারাদেশের সাথে ঘাটাল মহকুমাতেও শুরু হয়েছে এই টিকাকরণ। প্রথম দফায় করোনার প্রথম সারির যোদ্ধা তথা স্বাস্থ্যপরিসেবার সঙ্গে যুক্ত যারা আছেন তারা এই টিকা করণের আওতায় এসেছেন।

শনিবার ঘাটাল মহকুমা হাসপাতালে টিকাকরণ কর্মসূচি শুরু হয়। টিকাকরণ পর্যবেক্ষণে আসেন ঘাটালের এসডিও সৌভিক চট্টোপাধ্যায়, ডিএমডিসি দেবর্ষি নাগ, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। প্রথম দিন একশ জনকে টিকাকরণ করা হবে বলে জানান হাসপাতাল সুপার সম্রাট রায় চৌধুরী। যারা টিকা নিলেন তারা তাদের প্রতিক্রিয়ায় জানান, টিকা নেয়ার সময় ভয় করেনি বরং আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।

টিকা নেওয়ার পর প্রত্যেককে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়ার খবর নেই।
এই টিকাকরণ কর্মসূচি পর্যায়ক্রমে চলবে। টিকা নিলেও করোনা প্রতিরোধের জন্য যে স্বাস্থ্যবিধি মানা হয় অর্থাৎ মাস্ক পরা ,স্যানিটাইজার ব্যবহার করা সেই বিধি মেনে চলতে হবে বলে জানান. ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার এইচ কে পাল। ডাক্তার পাল সহ এদিন আরো এক চিকিৎসক জিয়াউর রহমান টিকা নিয়েছেন। প্রথম টিকা নেন হাসপাতালে ল্যাবরেটরি বিভাগের কর্মী অলোক মাইতি। আজ ক্ষীরপাই , দাসপুর ১ ব্লক এ টিকা করন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *