রাজেন রায়, কলকাতা, ১ জানুয়ারি: যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণের অভিজ্ঞতা আগে নেই প্রশাসনের। সেই কারণে শনিবার থেকেই ড্রাই রান করে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখতে চায় স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনে শনিবার উত্তর ২৪ পরগনার তিনটি জায়গায় ড্রাইরানের ব্যবস্থা করা হয়েছে। মধ্যমগ্রাম, আমডাঙা ও বিধাননগরের দত্তাবাদে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত নির্দেশ মেনে স্বেচ্ছাসেবকদের ওপর টিকাদানের মহড়া হবে।
জানা গিয়েছে, শনিবার মধ্যমগ্রাম, আমডাঙা ও বিধাননগরের দত্তাবাদে করোনা টিকার ড্রাই রানের জন্য ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন বিশেষজ্ঞরা। কী করে সংরক্ষিত করোনার টিকা প্রোটোকল মেনে সাধারণ মানুষের দেহে প্রয়োগ করা হবে তা হাতে কলমে করে দেখাবেন স্বাস্থ্যকর্মীরা। প্রতিটি জায়গায় ২৫ জন করে স্বেচ্ছাসেবক এই ড্রাই রানে অংশগ্রহণ করবেন। পরবর্তীকালে ভ্যাকসিন দেওয়ার সময় এই পদ্ধতি অনুসরণ করা হবে। তাই শুরুর আগে সমস্ত পরিকাঠামো একবার যাচাই করে নিতে চাইছে স্বাস্থ্য দফতর।
দেশে বিপুল সংখ্যক মানুষকে করোনার টিকা দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি। কেন্দ্রের নির্দেশ মেনে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরিকাঠামো ঠিকঠাক থাকলে এবং রাজ্যের সবুজ সঙ্কেত পেলে তারপরেই কেন্দ্র থেকে আসতে শুরু করবে টিকার ওষুধ। আর তারপরই পরিকল্পনামাফিক গণহারে দেওয়া শুরু হবে ভ্যাকসিন।