সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার, মৃত ৬৪০, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৮৪

আমাদের ভারত, ২২ এপ্রিল : করোনা মোকাবিলায় দেশের দ্বিতীয় দফার লকডাউনের বেশ ইতিমধ্যেই অতিবাহিত। তারমধ্যে ২০ এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্র ছাড়ও দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় কুড়ি হাজার ছুঁয়ে ফেলতে চলল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৩৮৩ জন আক্রান্ত হয়েছেন করোনায়। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯৮৪। করোনায় মৃত্যু হয়েছে মোট ৬৪০ জনের।

সারাদেশে করোনা সংক্রমনের সবচেয়ে বেশি হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৫২১৮ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে ২৫১ জনের। এর পরেই রয়েছে গুজরাটের।
সেখানে আক্রান্ত হয়েছেন ২১৭৮ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্ত হয়েছেন২১৫৬জন। মধ্যপ্রদেশ, রাজস্থান তামিলনাড়ুতে আক্রান্ত দেড় হাজার পার করে ফেলেছে। ১২৯৪ জন করোনায় আক্রান্ত উত্তরপ্রদেশে। তেলেঙ্গানায় করোনায় আক্রান্ত ৯২৮জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় এ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩২ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। অন্যদিকে নবান্নের দেওয়া তালিকায় রাজ্যে করোনা রোগীর সংখ্যা ২৭৩ জন।

অন্যদিকে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে কেরেলে। সেখানে এখন আক্রান্তের সংখ্যা ৪২৭। গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা ধরা পড়েছে কেরালায়।

তবে সবচেয়ে ব্যতিক্রমী ছবি এখন সিকিমের। এখনো পর্যন্ত এই রাজ্যে একজনও করোনা আক্রান্তের সন্ধান মেলেনি। সারা দেশে করোনায় আক্রান্ত হবার পর সুস্থ হয়েছেন ৩৮৭০ জন। আক্রান্ত হয়েছেন ২১৭৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *