আমাদের ভারত,২৮ মার্চ:শুক্রবার জানা গিয়েছিল জার্মানির একটি সংস্থা করোনার দ্রুত পরীক্ষার জন্য একটি কিট আনতে চলেছে আন্তর্জাতিক বাজারে। ওই কিট দিয়ে আড়াই ঘণ্টার মধ্যেই জানা যাবে সংক্রমণ হয়েছে কিনা। কিন্তু এরপর শনিবার জানা গেল একটি মার্কিন সংস্থা করোনা পরীক্ষার জন্য আরো একটি ছোট কিট প্রস্তুত করেছে। এই কিটে মাত্র ৫ মিনিটে করোনা টেস্ট করা যাবে।
অ্যবট ল্যাবরেটরিজ নামে ওই মার্কিন সংস্থার তরফে দাবি করা হয়েছে জরুরী পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ বিভাগ তাদের এই কিট তৈরীর অনুমতি দিয়েছে। একই সঙ্গে মার্কিন প্রশাসন তাদের সামনের সপ্তাহের মধ্যে এই কিট যোগান দেওয়ার কথাও বলেছে।
অ্যবট ল্যাবরেটরিজ মলিকিউলার পদ্ধতিতে করোনা পরীক্ষার জন্য এটি তৈরি করেছে। হাসপাতালের বাইরেও যাতে নমুনা পরীক্ষা করা যায় তার জন্যই এই কিটটিকে ছোট আকারে বানানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
পর্যবেক্ষকরা মনে করছেন দ্রুত পরীক্ষা করার বন্দোবস্ত হয়েছিল বলেই জার্মানি এবং দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ তেমনভাবে ছড়াতে পারেনি। আর সেই সুযোগে ইতালি-স্পেন আমেরিকায় না থাকার কারণে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবারই বলেছেন দ্রুত চিহ্নিত করতে না পারলে সংক্রমণ ঠেকানো খুব কঠিন।
আমেরিকায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। আমেরিকায়( ভারতীয় সময়) শনিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে নিউইয়র্ক সিটিতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার বলেছে শুধু লকডাউন করলেই হবেনা টেস্ট করতে হবে। যত বেশি মানুষের লালারসের নমুনা টেস্ট করা যাবে ততো তাড়াতাড়ি জানা যাবে তারা সংক্রমিত কিনা। আর সংক্রমিত হলেই তাদের আইসোলেট করতে হবে। তবেই কমবে সংক্রমনের মাত্রা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ বিভাগ এক ডজনের বেশি সংস্থাকে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে। দিনে অন্তত ৪ হাজার নমুনা যাতে পরীক্ষা করা যায় তার জন্য এই পদক্ষেপ নিয়েছে আমেরিকা।কিন্তু বিশেষজ্ঞদের মত এরপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে যে আসবে তা বলা যাচ্ছে না। আর নতুন আবিষ্কৃত এই কিট শুধুমাত্র ব্যবহৃত হবে এখন আমেরিকাতেই।