করোনা আতঙ্ক! অফিসে আসতে হবে না, কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিল সংস্থা

আমাদের ভারত,১২ মার্চ:করোনা ভাইরাসের কড়াল থাবা বসেছে গোটা বিশ্বে। মারাত্মক ছোঁয়াচে এই অসুখ থেকে বাঁচতে নিজেদের সব কর্মচারিকে বাড়িতে বসে কাজ করার নির্দেশ দিল টুইটার। গোটা বিশ্বে যেখানে যেখানে টুইটারের অফিস আছে সর্বত্রই এই নির্দেশ কার্যকরী হবে বলে জানানো হয়েছে।

গত বছরের শেষের দিকে চিনের উহান প্রদেশে থেকে প্রথম ছড়িয়ে পড়েছিল এই করোনা ভাইরাস। এই ভাইরাসের প্রকোপে এখন সারা বিশ্বে প্রায় এক লাখের ওপর মানুষ আক্রান্ত। করোনায় মৃত্যু হয়েছে ৪৬০০-র বেশি মানুষের। সেই জন্যেই সোশ্যাল মিডিয়ার অন্যতম প্ল্যাটফর্ম টুইটার এই পরিস্থিতিতে তার কর্মচারীদের খুব প্রয়োজন না থাকলে বাড়ি বাড়ি থেকে না বেরোনোর পরামর্শই দিয়েছে।

ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে অফিসে না এসে সবাইকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে টুইটার সংস্থার কর্মীদের। এমাসের শুরুতেই দক্ষিণ কোরিয়া হংকং এবং জাপানের অফিসের কর্মচারীদের বাধ্যতামূলকভাবে বাড়ি থেকে কাজ করার নির্দেশ আগেই দিয়েছিল টুইটার। বন্ধ করে দেওয়া হয়েছিল বিজনেস ট্রাভেল। সংস্থার এক আধিকারিক নিজেদের ব্লগে জানিয়েছেন, এরকম পদক্ষেপ এর আগে নেওয়া হয়নি। তবে এহেন পরিস্থিতিও আগে কখনো আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *