আমাদের ভারত,১৫ মার্চ:করোনা ভাইরাসের সংক্রমনের ফলে আমাদের ফুসফুস ও রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে মৃত্যুমুখী এই ভাইরাসে আক্রান্ত হবার ফলে যেমন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ফুসফুস ক্ষতিগ্রস্ত হবে তেমনই ক্ষতিগ্রস্থ হতে পারে পুরুষের অন্ডকোষ।ফলে বাড়তে পারে পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি। এমনটাই মনে করছেন চিনের টংজি হাসপাতালে চিকিৎসকরা।
এখনো পর্যন্ত সারা বিশ্বে দেড় লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে ৫৮০০জনেরও বেশি মানুষের। ভারতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৭। মৃত্যু হয়েছে দুজনের।
শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যাথা হাঁচি-কাশির মতো সমস্যা দেখা দিচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির। একথা মোটামুটি এখন সকলের জানা। টিভির রিমোট অন করলে যেমন শোনা যাচ্ছে সতর্কবার্তা তেমনি কাউকে ফোন করলে রিং এর পরিবর্তে শোনা যাচ্ছে করোনা ভাইরাস থেকে বাচার উপায় বা সতর্কতামূলক পরামর্শ। কিন্তু তার মধ্যে নতুন সমস্যা বা আতঙ্ক তৈরি করেছে করোনাভাইরাস। চীনের উহানে যেখানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলে ছিল সেই টংজি হাসপাতালে চিকিৎসকদের দাবি এই ভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হতে পারে অণ্ডকোষ। অর্থাৎ বাড়তে পারে পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি। ওই হাসপাতালের অধ্যাপক তথা গবেষক ইউ ফেন, জানান করোনা ভাইরাস সংক্রমণের ফলে মানুষের ফুসফুস, রোগ প্রতিরোধের ক্ষমতা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনক্ষতিগ্রস্ত হতে পারে পুরুষের অন্ডকোষ।
তাই করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেরে ওঠার পর অবশ্যই ফার্টিলিটি পরীক্ষা করিয়ে নিতেই হবে। ইউ ফেন জানান এটি আপাতত তাত্ত্বিক অনুমান। তবে করোনা ভাইরাস থেকে সেরে ওঠার পর ফার্টিলিটি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত এক্ষেত্রে হওয়া যাবে।