ফের চোখ রাঙাচ্ছে করোনা ! ২৪ ঘন্টায় দেশে ৯০ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, বেড়েছে মৃতের সংখ্যাও

আমাদের ভারত, ১৮ এপ্রিল:ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ২১৮৩।যেখানে রবিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১৫০। রাজধানী দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে। গত দুই সপ্তাহে ১২ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

একাংশের বিশেষজ্ঞরা জানিয়েছেন ওমিক্রন বা ডেল্টার কারণে সংক্রমণ বাড়তে পারে কিন্তু মৃত্যু হার অপেক্ষাকৃত কম হবে। সোমবার দৈনিক সংক্রমণের হার এক লাফে দ্বিগুণ হয়েছে শতাংশ। দেশে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪২। পরিসংখ্যান অনুযায়ী কেরালায় সক্রিয় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ৯৪৯। দেশে ২৪ ঘন্টায় ২০১৪ জনের মৃত্যু হয়েছে। যাকিনা কয়েক দিন আগে এক অঙ্কে নেমে এসেছিল। সারা ভারতে এখনো অবধি মোট ১৮৬ কটি। ৫৪ লক্ষ ৯৪ হাজার ৩৫৫ জনের টিকাকরণ হয়েছে।

এদিকে সংক্রমণ বাড়ায় ফের কি স্কুল বন্ধ করা হবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। তবে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের মতে স্কুল বন্ধ করা সমস্যার সমাধান নয়। বরং অনেকেই মনে করছেন ভাগাভাগি করে স্কুল চলা উচিত। কিছুদিন অনলাইন কিছু দিন অফ লাইন। কোনো স্কুলে যদি আক্রান্ত ধরা পড়ে তাহলে গোটা স্কুল বন্ধ না করে ওই নির্দিষ্ট শ্রেণিটিকে কিছু দিন বন্ধ রাখা যেতে পারে বলে মনে করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *