আমাদের ভারত, মেদিনীপুর, ২১ মার্চ: শুক্রবার বিকেলে অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন এলাকায় করোনা সচেতনতা অভিযান চালানো হয়েছে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। এদিন মেদিনীপুর শহরে মেদিনীপুর স্টেশন থেকে সচেতনতা অভিযান শুরু হয়ে মেদিনীপুর বাসস্ট্যান্ড, কালেক্টরেট মোড় হয়ে পঞ্চুর চকে গিয়ে অভিযান শেষ হয়। এছাড়াও অভিযান চালানো হয় পাঁশকুড়া, মেছেদা, কাঁথি ও অন্যান্য এলাকায়। অভিযান চলা কালে হ্যান্ডমাইকের মাধ্যমে জনসাধারণের উদ্যেশ্যে করোনা রোধে কি কি সতর্কতা অবলম্বন প্রয়োজন সে বিষয়ে বার্তা দেওয়া হয়। সর্তকতা বিষয়ক কয়েক হাজার হ্যান্ডবিল বিলি করা হয়। পাশাপাশি কম খরচে কিভাবে বাড়িতে স্বল্প মেয়াদী মাস্ক তৈরি করা যায় তা হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার অমিল হলে তার বিকল্প হিসেবে কী কী ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে বার্তা দেওয়া হয়।
বিভিন্ন জায়গায় অভিযানে নেতৃত্ব দেন কুইজ সভাপতি রিংকু চক্রবর্তী, সম্পাদক সুজন বেরি, গৌতম বোস, সুভাষ জানা, আল্পনা দেবনাথ বসু, স্নেহাশীষ চৌধুরী, নিখিলেশ সামন্ত, কৃষ্ণপ্রসাদ ঘড়া, সোমনাথ ঘোড়াই, শুভ্র জ্যোতি মুখার্জি, প্রসূন কুমার পড়িয়া, অমিতেশ চৌধুরী, অলোক মাইতি, দুর্গাপদ মাসান্ত, অরিন্দম দাস, সৌনক সাহু, নরসিংহ দাস, পায়েল পাল, শান্তনু ঘোষ, সুতপা বসু, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, মৃন্ময়ী খাঁড়া, প্রিয়াঙ্কা মাইতি, অপূর্ব কুমার জানা, সেলিম মল্লিক,অলক গাঁতাইত, অরবিন্দ মাইতি, চন্দন মন্ডল , শুভঙ্কর ভুঁইয়া, ভার্গব সরকার প্রমুখ।