আমাদের ভারত, বনগাঁ, ২২ নভেম্বর: পঞ্চায়েতের দেওয়া আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলের কল থেকে জল নিতে বাধা সমবায় সমিতির। এর প্রতিবাদে গ্রামের মানুষ সমবায় সমিতির অফিস ঘিরে বিক্ষোভ ও পথ অবরোধ করেন। অভিযোগ, গত ১০ দিন ধরে পানীয় জলের কলের মাথা খুলে রেখে প্রাচীর দিয়ে ঘিরছে সমবায় সমিতি। এর ফলে এলাকায় জলের অভাব দেখা দিয়েছে। আতঙ্কে গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার কালপুর পাঁচপোতা এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, এক বছর আগে কালপুর পঞ্চায়েত থেকে গ্রামের মানুষের জন্য একটি আর্সেনিক মুক্ত বিশুদ্ধ জলের কল বসানো হয়। সেই সময় সমবায় সমিতির সদস্যদের অনুমতি নিয়ে গ্রামবাসীদের কথা ভেবে পঞ্চায়েত থেকে কলটি বসানো হয়। সম্প্রতি গ্রামের মানুষ ওই কল থেকে জল নিতে গেলে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয় সমবায় সমিতির কর্মীরা এমনই অভিযোগ গ্রামবাসীদের। পরে কলের মাথা খুলে রেখে প্রাচীর দিয়ে ঘেরার চেষ্টা করে সমবায়। পঞ্চায়েত প্রধানকে জানালে সমবায় সমিতির কাজ বন্ধ রাখার জন্য বলেন। প্রধানের কথা অমান্য করে এদিন সকাল থেকে ফের কাজ শুরু করে সমবায়সমিতি। প্রতিবাদে গ্রামের কয়েশ মহিলা সমবায় সমিতির কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায়। পরে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দা অর্নব সুর অঞ্জলী সরকার, সুপ্রতি হালদাররা বলেন, এই এলাকায় কয়েক হাজার গ্রামবাসী মৎস্যজীবী। গ্রামে একটি মাত্র আর্সেনিক মুক্ত পানীয় জলের কল। এই জলের উপরেই নির্ভরশীল তারা। গত ১০ থেকে ১২ দিন জলের কল বন্ধ করে দেওয়ায় সমস্যায় গ্রামবাসীরা।
অভিযোগ অস্বীকার করে সমবায় সমিতির সম্পাদক অজয় মণ্ডল বলেন, গ্রামবাসীদের কথা ভেবে পানীয় জলের কল প্রাচীরের বাইরে রাখা হবে।