Convocation ceremony, Medinipur College, মেদিনীপুর কলেজের সমাবর্তন অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: আজ মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হলো পঞ্চম সমাবর্তন। কলেজের পতাকা উত্তোলন এবং বিবেকানন্দের মূর্তিতে পুষ্প প্রদান করে অ্যাকাডেমিক প্রফেসর সভাগৃহে প্রবেশ করে। বৈদিক মন্ত্র ও জাতীয় সঙ্গীতে মুখরিত সভাগৃহে সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী। সমাবর্তনের রিপোর্ট পেশ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। তাঁর বক্তব্যে তিনি কৃতী ছাত্রছাত্রীদের সাধুবাদ জানান।

সমাবর্তনের মুখ্য অতিথি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য ডঃ আশুতোষ ঘোষ। তাঁর সমাবর্তন বক্তৃতায় তিনি মেদিনীপুর কলেজের নানা অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের কথা উল্লেখ করেন। জোর দেন রিসার্চের ওপর। তিনি এও বলেন যে, সরকারের উচিৎ রিসার্চে ফান্ডিং বাড়ানো। সুশান্ত কুমার চক্রবর্তী তাঁর বক্তৃতায় বাংলার নবজাগরণে মেদিনীপুর কলেজের ভূমিকার কথা উল্লেখ করেন। জানান, জাতীয় শিক্ষানীতির উপকারী দিকগুলোকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে সবাইকে সচেষ্ট হতে হবে।

মেদিনীপুর কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলর সেক্রেটারি ডঃ তনুশ্রী পাল বিগত শিক্ষাবর্ষে কলেজের সফল ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করেন। তাদের পুরস্কার, মেডেল এবং মেরিট সার্টিফিকেট প্রদান করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য। ২০২২ সালে উত্তীর্ণ ১৭০৫ জন ছাত্রছাত্রী এইবার কনভোকেশনে ডিগ্রি পান। স্নাতক স্তরের ছাত্রছাত্রী ১২৫৭ জন এবং স্নাতকোত্তর স্তরের ৪৪৮ জন। এদের মধ্যে নিজ নিজ বিষয়ে বিশেষ কৃতিত্বের জন্য মেডেল পান ৭৬ জন ছাত্রছাত্রী।

পঞ্চম সমাবর্তন সুচারুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। তিনি জানান, এই সমাবর্তন প্রমাণ করে মেদিনীপুর কলেজে পঠনপাঠন কত নিষ্ঠাভরে ও সফলভাবে সঞ্চালিত হয়। সমাবর্তন সাফল্যের জন্য তিনি কলেজের সকল শিক্ষক ও শিক্ষাকর্মীকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *