সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ জুন: ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে আজ বেলিয়াতোড়ে সারা ভারত আদিবাসী ফোরাম ও সারা ভারত কৃষক মজদুর সভার উদ্যোগে এক কনভেনশনের আয়োজন করা হয়। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী ও কৃষকরা অংশগ্রহণ করেন। এছাড়াও বর্ধমান, ঝাড়গ্ৰাম, বীরভূম, মেদিনীপুর সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কনভেনশনে বক্তব্য রাখেন সারা ভারত আদিবাসী ফোরামের নেতৃত্ব কমরেড নিরঞ্জন মাহালি, উত্তম সোরেন কৃষক মজদুর সভার রাজ্য সভাপতি কমরেড সুশান্ত ঝাঁ, রাজ্য সম্পাদক শুভ্রাংশু মুখার্জি প্রমুখ।
কনভেনশনে আদিবাসী নৃত্য পরিবেশন করেন পাঁচালের সুখসায়ের গ্ৰামের অর্ণব সোরেন, বুবুন মেমোরিয়াল ট্রাস্ট কোচিং সেন্টারের ছাত্রীরা।
কনভেনশনে বন আইন ২০০৬ কার্যকর করা, আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ বন্ধ , আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষা প্রভৃতির প্রস্তাব গৃহীত হয়।